২০২৪ প্যারিস অলিম্পিকের পর পরবর্তী আসর বসতে চলেছে লস এঞ্জেলেসে ২০২৮ সালে। আসন্ন এই অলিম্পিকে আবার হয়তো ফিরতে চলেছে বক্সিং। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ( IOA ) পক্ষ থেকে এই বিষয়টি প্রস্তাবিত করা হয়েছে। চলতি সপ্তাহেই গ্রিসে এই ব্যাপারে একটি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বক্সিংয়ের সংযুক্তিকরণের ব্যাপারে। ২০২৩ সালে পরিচালনা ও আর্থিক ব্যায় সংক্রান্ত ব্যর্থতার কারণেই আন্তর্জাতিক সংস্থার দ্বারা এটি বাতিল করা হয়। তাই ২০২৪ এর অলিম্পিকে ছিলনা বক্সিংয়ের কোনো বিভাগ। গ্রিসের এই নির্বাচনে খুব সহজেই এই প্রক্রিয়া সম্পন্ন করে জয় পাওয়া সম্ভব হবে। কারণ সকলেই এই জনপ্রিয় খেলাটিকে ফের একবার অলিম্পিকের মতো বড় আসরে দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত রয়েছে। IOC জানিয়েছে যে , বিশ্ব বক্সিংয়ের জাতীয় ফেডারেশনের এথলিট সদস্যরাই শুধুমাত্র অংশ নিতে পারবে ২০২৮অলিম্পিকের যোগ্যতাঅর্জন পর্ব শুরু হওয়ার সময়।
Boxing inclusion In 2028 Olympic recommended by IOC
২০২৮ অলিম্পিকে আসতে পারে বক্সিং

×
Comments :0