প্রবীর দাস- হাসনাবাদ
‘‘সন্দেশখালির মহিলাদের আন্দোলনের পাশে আমরা ছিলাম আমরা আছি এবং থাকব। মহিলাদের আন্দোলনকে ব্যর্থ হতে দেব না। মেয়েদের অত্যাচারের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। মেয়েদের কথা বাদ দিয়ে শুধু কী ভিডিও পলিটিক্স হবে?’’
শনিবার হাসনাবাদের ভেবিয়া ও সন্দেশখালির ত্রিমোনীর জনসভা থেকে এমনই মন্তব্য করেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। উল্লেখ্য, বিজেপি’র স্থানীয় এক নেতার ভিডিও সামনে আসায় তৃণমূল দাবি তুলছে সন্দেশখালিতে অভিযোগ সব সাজানো। বিজেপি আবার বিডিও-কে ‘ডিপ ফেক’ বলছে। অত্যাচারের নিরসনের বদলে এই ভিডিও ঘিরে তরজার সমালোচনা করেন বৃন্দা কারাত।
বসিরহাট লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআই (এম) প্রার্থী নিরাপদ সরদারের সমর্থনে এদিন সকালে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দক্ষিণ ভেবিয়া হাটখোলা ও বিকালে সন্দেশখালির ত্রিমোনীতে জনসভা হয়। দুটি সভাতেই বৃন্দা কারাত বক্তব্য রাখেন। ত্রিমোনীর জনসভা শেষ করে সন্দেশখালিতে মিছিল হয়। মিছিলে অংশ নেন বৃন্দা কারাত, প্রার্থী নিরাপদ সরদার, মহিলা নেত্রী আত্রেয়ী গুহ, সোমা দাশ চক্রবর্তী, রুনু ব্যানার্জি, যশোধরা বাগচী, পাপড়ি দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দক্ষিণ ভেবিয়া হাটখোলার জনসভায় সভাপতিত্ব করেন খেতমজুর আন্দোলনের অন্যতম নেতা শক্তি মুখার্জি। বৃন্দা কারাত ছাড়াও দক্ষিণ ভেবিয়ার সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা রাজু আহমেদ ও মহিলা আন্দোলনের নেত্রী রুনু ব্যানার্জি।
বৃন্দা কারাত বলেন , ‘‘শুক্রবার রানাঘাটের জনসভা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন সন্দেশখালিতে নাকি ধর্মের ভিত্তিতে অত্যাচার হয়েছে। মেয়েরা কাদের নাম নিয়েছে? মেয়েরা শেখ শাহজাহানের সঙ্গে শিবু হাজরা, উত্তম সরদারদের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছে। এখানে ধর্ম কোথায়? এটা গুণ্ডারাজের অত্যাচার।’’ কারাত বলেন, ‘‘এটাই বিজেপি’র খেলা। ধর্ম টেনে এনে অপরাধকে আড়াল করে। আর তৃণমূল এখন নিজেদের পিঠ বাঁচাতে মেয়েদের মর্যাদাকেও পর্যন্ত সম্মান জানাতে ভুলে যাচ্ছে। বিজেপি আর তৃণমূল মেয়েদের কথা বাদ দিয়ে ভিডিও পলিটিক্স নিয়ে খেলছে।’’
এদিন বৃন্দা কারাত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করে বলেন, ‘‘আপনারা নিশ্চিন্ত থাকুন আর এস এস পরিচালিত বিজেপি এবার আর ক্ষমতায় আসছে না। মোদীজীর গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। মোদীজি বুঝে গেছে দেশের জনগণ আর তাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন না। মোদী অমিত শাহের অপশাসনে দেশবাসী মোদীজির অবসান চাইছে। সেটা বুঝে গিয়ে মোদীজি মোদি এখন গ্যারান্টির কথা তুলছেন না।’’
কারাত বলেন, ‘‘মুসলিম, খ্রীষ্টান, দলিত, আদিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে আরএসএস এবং বিজপি। ওদের উগ্র হিন্দুত্ববাদী আদর্শ নিয়ে, মনুবাদী বিচারকে সামনে রেখে গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। আদানি আম্বানীদের হাতে দেশকে সঁপে দিয়েছে। দেশে অসমতা বাড়ছে। সংবিধানের উপর আক্রমণ নামিয়ে আনছে। নির্বাচনী বন্ডের ৮ হাজার ৫০০ কোটি টাকা নিয়েছে। সমস্ত দুর্নীতির মাথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী বন্ডের লেনদেন ফাঁস হয়েছ সিপিআই(এম)’র লড়াইয়ে।’’
শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। বৃন্দা কারাত বলেন, কেজরিওয়ালের জামিনের খবর কানে যেতেই মোদীজি ভয় পেয়ে গিয়েছেন।
Brinda Karat at Sandeshkhali
‘ভিডিও-পলিটিক্স’ দিয়ে অত্যাচার লুকানো যাবে না, সন্দেশখালিতে বৃন্দা কারাত
×
Comments :0