Ladakh Polit Bureau

লাদাখে অশান্তির জন্য দায়ী কেন্দ্র, মৃত-আহতদের ক্ষতিপূরণের দাবিতে পলিট ব্যুরো

জাতীয়

লাদাখে পূর্ণ রাজ্যের স্বীকৃতির দাবিতে আন্দোলনকারীদের ওপর নিপীড়ন চলবে না। বৃহস্পতিবার এই দাবি তুলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সদর্থক আলোচনায় বসুক কেন্দ্র, দাবি পলিট ব্যুরোর।
বৃহস্পতিবার পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। নিহতদের পাশাপাশি আহতদের পরিবারকেও আনতে হবে ক্ষতিপূরণের আওতায়।
বুধবার পূর্ণ রাজ্যের দাবিতে আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠে। লেহ অ্যাপেক্স বডির ডাকে পনের দিন ধরে অনশন চলছিল। দু’জন অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ায় অধৈর্য হয়ে পড়ে জনতা।
পলিট ব্যুরো বলেছে, আন্দোলনকারীরা হতাশ হয়েছেন কেন্দ্রের সরকারের অকর্মণ্য আচরণে। তাঁদের সঙ্গত দাবি, পূর্ণ রাজ্য এবং ষষ্ঠ তফসিলের স্বীকৃতি কার্যত প্রত্যাখ্যান করেছে কেন্দ্র। গত তিন বছরে কয়েক দফায় আলোচনা হলেও ফল বের হয়নি। সে কারণেই অনশন ধর্মঘট শুরু করে লেহ অ্যাপেক্স বডি। কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা প্রশাসন অনশনকারীদের জোর করে ধরতে থাকে। ফলে ছড়িয়ে বিক্ষোভ এবং হিংসা। তার জন্য দায়ী কেন্দ্রের সরকার। অথচ বিজেপি সরকার দায়ী করছে বিক্ষোভকারীদের।

Comments :0

Login to leave a comment