Jalpaiguri CPI-M

জলপাইগুড়িতে পৌর অভিযানে যাচ্ছে সিপিআই(এম)

জেলা

শহরবাসীর সমস্যা নিয়ে জলপাইগুড়ি পৌরসভা অভিযান করতে চলেছে সিপিআই(এম)। 
এ প্রসঙ্গে সিপিআই(এম)’র বক্তব্য, শহরে আগে প্রতি বছর শীতের সময়েই নিকাশি নালার শুকনো মাটি তোলা হত। যাতে বর্ষায় শহরে জল না জমে। বর্তমান পৌর বোর্ডে বিরোধীদের পক্ষে বারবার চেয়ারম্যানকে জানানো হলেও কোন লাভ হয়নি। পৌরসভায় মাসিক মিটিং হয় না। 
সিপিআই(এম)’র বক্তব্য, বৃদ্ধ-বৃদ্ধারা বার্ধক্য ভাতার আবেদন করেও তা পাচ্ছেন না। যাঁদের বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা চালু ছিল, গত কয়েক মাস ধরে তাঁদেরও ভাতা বন্ধ ‘ফিজিক্যাল ভেরিফিকেশন’-র নামে। ‘অম্রুত’ প্রকল্পের জল শহরবাসী কবে পাবেন জানা নেই। শহরের আবর্জনা নিষ্কাশন করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হওয়ার কথা। কিন্তু আবর্জনা সংগ্রহ করা হলেও শহরের বিভিন্ন জায়গায় তা স্তূপ করে ফেলে রাখা হচ্ছে। শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা অসুস্থ হচ্ছেন। দূষিত হচ্ছে তিস্তার জল।

Comments :0

Login to leave a comment