MD Salim

ঈদ-রামনবমী: উস্কানি রুখতে রাস্তায় থাকবে সিপিআই(এম), জানালেন সেলিম

রাজ্য

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম।

সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ জুড়ে সম্প্রীতি শিবির করবে সিপিআই(এম)। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কর্মসূচি জানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিন কলকাতায় মুজফ্‌ফর আহমদ ভবনে সেলিম বলেন,
‘‘রামনবমী এবং ঈদকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে রাস্তায় থাকবেন সিপিআই(এম) কর্মীরা।’’ 
তিনি বলেন, ‘‘দাঙ্গার পর শান্তি মিছিল করার থেকে জরুরি আগে থেকে পদক্ষেপ নেওয়া।’’ সিপিআই(এম) রাজ্য সম্পাদক জানিয়েছেন উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত করে শান্তি বজায় রাখতে সক্রিয় থাকবেন সিপিআই(এম) কর্মীরা। এর পাশাপাশি রাজ্যে তৃণমূল বিজেপি বিরোধী সব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিভিন্ন ধর্মীয় উপাসনা স্থলের সামনে মানববন্ধন করা হবে বলে তিনি জানিয়েছেন। 
তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করে মহম্মদ সেলিম বলেন, ‘‘রাজ্যের বুকে দাঁড়িয়ে যারা মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করছে, সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ করছে না। মুখ্যমন্ত্রী নিজের সাজানো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি। রাজ্যের বিভিন্ন থানায় বামপন্থী কর্মী সমর্থকরা অভিযোগ দায়ের করেছেন শুভেন্দুর সাম্প্রদায়িক ভাষণের বিরুদ্ধে।’’
উল্লেখ্য, বিধানসভা ঘিরে শুভেন্দু অধিকারী এবং তার পালটা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের উস্কানিমূলক ভাষণের প্রতিবাদে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করছে সিপিআই(এম)।
এদিন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন রাজ্যের নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয়, কোন রক্তপাত হয় না বা অশান্তি হয় না। সেই প্রসঙ্গ টেনে সেলিম বলেন, ‘‘এত দিন ভোটার লিস্ট নিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর দল চিৎকার করছিল। এখন বলছেন ভোট ভালো ভাবে হয়। তালিকা যদি ঠিক না থাকে তাহলে কী করে ভালোভাবে ভোট হতে পারে!’’ 
সেলিম বলেন, ‘‘রাজ্যের সমবায় নির্বাচন থেকে লোকসভা নির্বাচন কোন নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয় না। মনোনয়ন থেকে ভোট গণনা সব কিছুতে কারচুপি হয়। গোটা ব্যবস্থাটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে মমতা ব্যানার্জির সরকার।’’ 
চিকিৎসক আন্দোলনের অন্যতম নেতা সুবর্ণ গোস্বামীর বদলি সংক্রান্ত প্রশ্নে মহম্মদ সেলিম বলেন, ‘‘প্রতিবাদ করলে হেনস্তা করা হচ্ছে। যাঁরা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বলতে চাই বদলি করে কোনভাবে প্রতিবাদ বন্ধ করা যাবে না।’’   
গাজায় সংঘর্ষবিরতির সম্ভাবনা খতম করতে ইজরায়েলের হামলার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। সেই প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, ‘‘সংঘর্ষবিরতি চলাকালীন গাজায় যে হামলা হয়েছে তার প্রতিবাদে রাজ্যের সর্বস্তরের মুক্তিকামী মানুষের কাছে আহ্বান জানানো হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার জন্য।’’

Comments :0

Login to leave a comment