CPIM Portest Rally

নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বামেদের

রাজ্য

CPIM Portest Rally


সম্প্রতি তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের বাড়ি থেকে থরে থরে সাজানো ওএমআর শিটের ছবি প্রকাশ করে ইডি। টেটের ওএমআর শিটের পাশাপাশি রাজ্যের ৬০টি পৌরসভার বিভিন্ন পদের পরীক্ষার উত্তরপত্রও রয়েছে সেখানে। প্রতিটি ওএমআর শিট’ই আসল, তাতে পরীক্ষার্থীর পেনের কালির দাগও স্পষ্ট। একজন প্রোমোটারের বাড়ি থেকে উদ্ধার হচ্ছে টেটের ওএমআরশিট, পৌরসভার বিভিন্ন পদের পরীক্ষার উত্তরপত্র!  


তৃণমূল সরকারের আসার পরে অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ শান্তনু ব্যানার্জির ‘বন্ধু’ অয়ন শীলের সংস্থাকেই পৌরসভার নিয়োগের ক্ষেত্রে থার্ড পার্টি এজেন্সি হিসাবে চিহ্নিত করেছিল সরকার। বরানগর, কামারহাটি, পানিহাটি ,উত্তর দমদম, দমদম, দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগের বরাত পেয়েছিল ধৃত প্রোমোটার অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড। 


নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুধবার পানিহাটি বামফ্রন্টের পক্ষ থেকে সোদপুর স্টেশন চত্বর থেকে মিছিল শুরু হয়।  মিছিল সরকারি আবাসন হয়ে সোদপুর স্টেশন, বিটি রোড ,পানিহাটি পৌরসভার সামনে শেষ হয়। সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন বামফ্রন্টের কর্মীরা। পৌরসভার দুর্নীতি নিয়ে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন বামফ্রন্ট নেতৃত্ব। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন সিপিআই((এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য এবং সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক গার্গী চ্যাটার্জী। ছিলেন বামফ্রন্টের দুলাল চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য শুভব্রত চক্রবর্তী, পঙ্কজ দাস, ফরওয়ার্ড ব্লক এর নেতা তথা পানিহাটি পৌরসভার প্রাক্তন উপপ্রধান স্বপন দাস সহ বামফ্রন্টের নেতৃবৃন্দ। 


এদিনই দক্ষিন দমদম পৌরসভার সামনে বিক্ষোভ দেখান সিপিআই(এম) কর্মী সমর্থকরা। মিছিল করে পৌরসভার সামনে এসে তারা বিক্ষোভ দেখান। নেতৃত্ব ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস। 
 

Comments :0

Login to leave a comment