CPIM RALLY

সিপিআই(এম)’র প্রতিবাদ মিছিল হালতুতে

জেলা

সন্দেশখালির ঘটনায় লুটেরাদের বিরুদ্ধে গ্রামবাসীদের ঐক্যবদ্ধ লড়াই, আন্দোলনকে সংহতি জানাতে ও ৯২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুছন্দা দেবকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলী কাউন্সিলরকে ধিক্কার জানিয়ে এবং পার্টির পূর্বাচল ১ শাখার সম্পাদক শঙ্কর দাসকে তৃণমূলীদের হুমকির ঘটনার প্রতিবাদে মিছিল হল হালতুতে। মঙ্গলবার সন্ধ্যায় সিপিআই(এম) হালতু এরিয়া কমিটির উদ্যোগে কায়স্থ পাড়া মোড় থেকে মিছিল শুরু হয়। ১০৬, ১০৭ নম্বর ওয়ার্ড এলাকা পরিক্রমা করে মিছিল শেষ হয় পূর্বাচল এলাকায়। এদিন প্রতিবাদ মিছিলে ছিলেন সিপিআই(এম) নেতা অশেষ বিশ্বাস, অপর্ণা ব্যানার্জি, পার্টির এরিয়া কমিটির সম্পাদক মানস মজুমদারসহ অন্যান্য নেতৃত্ব।

Comments :0

Login to leave a comment