আগামী ২০২৭ সালের ন্যাশনাল গেমসের আসর বসতে চলেছে মেঘালয়তে। ইন্ডিয়ান অলিম্পিক এসোসিয়েশন বা ভারতীয় অলিম্পিক সংস্থা ( IOA ) মেঘালয় সরকারকে একটি চিঠি দিয়ে একথা নিশ্চিত করেছে। ২০২৭ সালের ফেব্রুয়ারি অথবা মার্চে হতে পারে এই প্রতিযোগিতা। মেঘালয়ের মতো একটি রাজ্য এই ক্রীড়া প্রতিযোগিতা যে খুব দায়িত্বের সাথেই পালন করতে পারবে এই ব্যাপারে অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষা ভীষণ আত্মবিশ্বাসী। মেঘালয়ের অন্যান্য শহরে এই প্রতিযোগিতা হলেও মূল কেন্দ্রিক শহর হতে চলেছে রাজধানী শিলং। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামকে উন্নতকরণ করে সেখানেই অনুষ্ঠিত হবে সমস্ত খেলাগুলি। এছাড়াও সাংমা স্টেডিয়াম এবং ওয়াহিয়াজের স্টেডিয়ামেও হতে পারে অন্যান্য ইভেন্টের খেলাগুলি।
Comments :0