JALPAIGURI RALLY

ভোটলুটের পৌরসভায় অমান্য প্রতিশ্রুতি,
জলপাইগুড়িতে ধিক্কার

জেলা

JALPAIGURI RALLY জলপাইগুড়ি শহরে মিছিল সোমবার। ছবি: দীপশুভ্র সান্যাল

লুট হয়েছিল ভোট। পৌর নির্বাচনে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর তাণ্ডব দেখেছিল সারা বাংলা। এক বছর আগে পৌর নির্বাচনে মানুষের মতদানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জলপাইগুড়িতে। পরের দিন, ২৮ ফেব্রুয়ারি হয়েছিল প্রতিবাদ মিছিল। এসডিও অফিসের মধ্যেই বামপন্থীদের মিছিলে বেপরোয়া লাঠি চালিয়েছিল পুলিশ। 

গণতন্ত্রের ওপর এক বছর আগের সেই আক্রমণ ভুলে যায়নি জলপাইগুড়ি। সোমবার, ২৭ ফেব্রুয়ারি, জলপাইগুড়ি শহরে হয়েছে ধিক্কার মিছিল। এক বছর আগে ওই দিনই হয়েছিল ভোট। মঙ্গলবারও ধিক্কার আছড়ে পড়েছে তৃণমূল এবং পুলিশের যৌথ বাহিনীকে ঘিরে। দখল পৌরসভা চালাচ্ছে তৃণমূল, নিজেদের দেওয়া প্রতিশ্রুতি অমান্য করছে নিয়মিত। 

এক বছর আগে, শহর জুড়ে দুষ্কৃতীদের ভোট লুটের সময়, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও আক্রান্ত হয়েছিলেন। খবর করতে গেলে তাঁদেরও মারধর করা হয়। আক্রান্ত হয়েছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, চিত্র সাংবাদিকরা।

পরের দিন ২৮ শে ফেব্রুয়ারি এসডিও অফিসে বামপন্থীরা গণতন্ত্র হরণের প্রতিবাদে মিছিল নিয়ে যান। মিছিলের ওপর, এসডিও অফিসের ভেতরেই নির্লজ্জভাবে লাঠি চালায় পুলিশ। আহত হন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য সহ ছাত্র-যুব ও মহিলারা। আক্রান্ত হয় বহু পার্টি কর্মী। 

পৌর নির্বাচনে তৃণমূলের প্রতিশ্রুতি ছিল, প্রতিটি ওয়ার্ডে  ১৫ কোটি টাকার কাজ হবে। সমস্ত রাস্তাঘাটের উন্নয়ন ‘আম্রুত’ প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। আবর্জনা মুক্ত হবে জলপাইগুড়ি। নিকাশি নালাগুলির সংস্কার হবে। শহরের জলকষ্ট দূর হবে। 

জলপাইগুড়ি শহরের বুকে সোমবার সন্ধ্যায় মিছিল করে সিপিআই(এম)। সদর পূর্ব এরিয়া কমিটির ডাকে এই মিছিল গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ায় ধিক্কার জানিয়েছে। জবাব চেয়েছে নাগরিক পরিষেবার প্রতিশ্রুতি ভাঙারও। 

সিপিআইএম জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে কদমতলা, দিনবাজার, মার্চেন্ট রোড, থানা মোড়, ডিবিসি রোড হয়ে জেলা কার্যালয়ে এসে মিছিল শেষ হয়। 

এক বছরের মধ্যে পৌরসভার কাজের ৩৫টি টেণ্ডার বাতিল হয়েছে। কারণ কোনও ঠিকাদার কাজ করতে রাজি নন। টাকার মেটানো হচ্ছে না। এই পরিস্থিতি কেন, সেই প্রশ্নও তুলেছে স্লোগান। ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন পার্টির জেলার কমিটির সদস্য বিপ্লব ঝা, জেলা সম্পাদক সলিল আচার্য। 

নেতৃবৃন্দ বলেন, এক বছর আগে জলপাইগুড়ি শহরের ২৫টি ওয়ার্ডে শাসক দল তৃণমূল মানুষের গণতান্ত্রিক অধিকার কে হরণ করে জলপাইগুড়ি পৌরসভায় ক্ষমতায় এসেছে। শাসক দলের দেওয়া একটি প্রতিশ্রুতিও এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আন্দোলন জারি রেখেছে সিপিআই(এম)। 

সোমবার কদমতলা মোড়ে মোমবাতি জ্বালিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। 

Comments :0

Login to leave a comment