Budget 025-26

বাজেট ভাষণে সীতারামন

জাতীয়

বাজেট ভাষণ শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুরুতেই সেই ‘বৃদ্ধির হারে দ্রুততম অর্থনীতি’-র কৃতিত্ব দাবি করেছেন। বিরোধী বেঞ্চ থেকেও ভেসে এসেছে কটাক্ষ।
গ্রামাঞ্চলে পরিযায়ীর সঙ্কট পরোক্ষে স্বীকার করতে হয়েছে বাজেট ভাষণে। তবে একশো দিনের কাজের দিন বা মজুরি বাড়ানোর বদলে নতুন একটি কৃষি প্রকল্পের ভাবনা শুনিয়েছে। সেই প্রকল্প আবার রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বে কাজ হবে।
কৃষকরা দেশে আন্দোলনে রয়েছেন ঋণ মাফ এবং ফসলের ন্যূনতম দামের জন্য আইনের দাবিতে। শ্রমিক সংগঠনগুলি অর্থমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে মজুরি বৃদ্ধি। কাজের সুরক্ষার দিকে নজর দিতে। প্রবল বৈষম্য বৃদ্ধিতে অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমে যাওয়ার দিকেও নজর টেনেছেন অর্থমন্ত্রীর। 
পূর্বাঞ্চলে তিনটি ইউরিয়া সার কারখানা গড়ার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তার একটি হবে আসামে।
ছোট ও মাঝারি ক্ষেত্রের আওতায় বড় মূলধন সম্পন্ন সংস্থা নিয়ে আসার ঘোষণা রয়েছে বাজেট প্রস্তাবে। মূলধনের ঊর্ধ্বসীমা দ্বিগুন করা হবে, বলেছেন সীতারামন। ছোট সংস্থাগুলিকে বিপদে ফেলার এই নীতি ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

Comments :0

Login to leave a comment