শান্তনুর অভিযোগকে ভিত্তি করে সোমবার সাংবাদিক সম্মেলনে শ্রীনাতে দাবি করেছেন যে মালব্যকে পদ থেকে না সরালে এই ঘটনার কোনো তদন্ত সঠিক ভাবে হবে না। তিনি বলেন, ‘‘অমিত মালব্য অত্যন্ত প্রভাবশালী পদে রয়েছেন করেন। তিনি ওই পদে থাকলে এই বিষয়ের তদন্ত সঠিক ভাবে চলা কোন ভাবে সম্ভব নয়। অবিলম্বে তাকে তার পর থেকে সরিয়ে দিতে হবে।’’
সুপ্রিয়া শ্রীনাতে আরও বলেন, অমিত মালব্যের নেতৃত্বে বিজেপি আইটি সেল লাগাতার মিথ্যা প্রচার চালিয়ে গিয়েছে। রাহুল গান্ধীর বক্তব্য বিকৃত করে তারা প্রচার করেছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুকেও অপমান করেছি বিজেপি আইটি সেল।
কংগ্রেস নেত্রী বলেন, ‘‘সঠিক তদন্তের স্বার্থে অবিলম্বে অমিত মালব্যের অপসারণের দাবি করছি। বিচার তখনই হবে যখন ওই ব্যাক্তিকে তার পদ থেকে অপসারন করা হবে।’’
তিনি বলেন, ‘‘৬৩টি আসন হারিয়ে আশা করি প্রধানমন্ত্রী বুঝেছেন যে মহিলাদের যারা অস্মান করে তাদের সাথে নিয়ে তিনি কখনও চলতে পারেন না।’’
সংবাদমাধ্যমে মালব্য দাবি করেছেন যে তিনি ওই আরএসএস কর্মীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন।
Comments :0