cpim

অধিকার রক্ষার লড়াইয়ে লাল ঝান্ডাই নেতৃত্ব দেবে, কোলাঘাটে নেতৃবৃন্দ

জেলা

কোলাঘাটের মাছিনান বাজারে সমাবেশ। ছবি: রামশঙ্কর চক্রবর্ত্তী।

গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার দাবিতে, এসআইআরে সাধারণ মানুষের হয়রানি সহ কেন্দ্রের ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি গুলির প্রতিবাদে সিপিআই(এম) কোলাঘাট ১ এরিয়া কমিটির ডাকে সমাবেশ হল কোলাঘাটের মাছিনান বাজারে। এদিন সমাবেশে বক্তব্য রাখেন সিপিআই(এম) পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, ইব্রাহিম আলি, পরিতোষ পট্টনায়েক সহ নেতৃবৃন্দ। এদিন সভার সভাপতিত্ব করেন কাঞ্চন মুখার্জি ।
সমাবেশে নিরঞ্জন সিহি বলেন, "শ্রমজীবি মানুষের আন্দোলনের হাতিয়ার এই লালঝান্ডা। বিজেপি তৃণমূল ধর্মীয় ভাবনায় শ্রমজীবি-কৃষিজীবীদের মধ্যে বিভাজন করতে চাইছে। মানুষের অধিকারের কথা বলেনা এই দুটি দল। রোজগার, কর্মসংস্থান নিয়ে কোনও পরিকল্পিত ভাবনা কেন্দ্র ও রাজ্য সরকারের নেই। বামপন্থীরা অধিকার নিয়ে সোচ্চার হয়। তাই আক্রমণ বামপন্থীদের উপর।" 
শতরূপ ঘোষ বলেন, "বামফ্রন্ট সরকার চেয়েছিল এরাজ্যে শিল্প কারখানা তৈরি করে বেকারদের কাজের ব্যবস্থা করতে আর এখন এরাজ্যটাকে মদ, দুর্নীতির মোড়কে পরিনত করেছে। এরাজ্যটাকে এমন অবস্থার জন্য দায়ী তৃণমূলের সাথে বিজেপিও। সিঙ্গুরে কারখানা বন্ধ করার জন্য রাজনাথ সিং ধর্না মঞ্চে উপস্থিত থেকে বামফ্রন্ট সরকারের বিরোধীতা করেছিল। আর এখন নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছে সিঙ্গুরে কারখানা গড়ে তোলার। এই মোদী তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জিকে এরাজ্যের কারখানা বন্ধ করার জন্য ধ্বংসাত্বক আন্দোলনে সহায়তা করেছে, অথচ এখন মানুষকে বিভ্রান্ত করছে। যদি দুর্নীতির বিরুদ্ধেই বিজেপি থাকে তাহলে ব্যবস্থা নিক তৃনমূলের বিরুদ্ধে। এদের মধ্যে শুধুই সেটিং ছাড়া আর কিছু নয়। একশ দিনের কাজ বন্ধ, শ্রমকোডের মাধ্যমে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করছে কেন্দ্রের সরকার। এই দুই সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনে সামিল হতে হবে।"
ইব্রাহিম আলি বলেন, "পরিবর্তনের সরকারে কী পেল এই বাংলা। কারখানা শিল্প স্থাপনের কী হল? কর্মসংস্থান চাকরির ব্যবস্থা কতটা হয়েছে। এসব প্রশ্ন যখন মানুষ করছে তখন তাদের সামনে মন্দির-মসজিদের আলোচনা আনা হচ্ছে। শিক্ষক নিয়োগ থেকে সব ক্ষেত্রেই এত দুর্নীতি তবুও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। কেন্দ্রের এজেন্সি নিয়ন্ত্রণ করে কেন্দ্রের সরকার কী দেখল রাজ্যের মানুষ ইডি তল্লাশি করার সময় ফাইল চুরি করে পালাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অবলম্বে গ্রেপ্তার করতে হবে মমতা ব্যানার্জিকে।"
পরিতোষ পট্টনায়েক বলেন, "হলদিয়া শিল্পাঞ্চল কী অবস্থায় রয়েছে? তৃনমূল আর বিজেপি হলদিয়া শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করার কথা বলেনা কেন? আসলে ব্যাপক কর্পোরেট তোষনে শ্রমকোড বাতিল করার প্রয়াসে রয়েছে বিজেপি। মদত দিচ্ছে তৃনমূল। হলদিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজ যাচ্ছে। ছাঁটাই চলছে বন্দরে। কোনও ব্যবস্থা নিচ্ছেনা এই দুটি দল। বামপন্থীরা রয়েছে সেইসব শ্রমিকদের পাশে।"

 

Comments :0

Login to leave a comment