Cycle Rally

সিপিআই(এম)'র সাইকেল মিছিল বসিরহাটে

জেলা

Cycle Rally


পঞ্চায়েত থেকে চোর তৃণমূলকে তাড়াও‌। রবিবার এই আওয়াজ তুলে বর্ণাঢ্য সাইকেল মিছিলে দলে দলে অংশ নেয় গ্রামের বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষ। তাদের প্রত্যেকের গলায় ঝোলানো দাবি সংবলিত প্লাকার্ড। তাতে লেখা হয়েছে কৃষকের উৎপাদিত ফসলের উচিত দাম চাই। ১০০দিনের বকেয়া টাকা চাই। আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করে প্রকৃত ঘর প্রাপককে ঘর দিতে হবে। বসিরহাট-১নং ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের হিজলা মোড় থেকে এদিন বিকালে মিছিল শুরু হয়। সিপিআই(এম) বসিরহাট দক্ষিণ-১এরিয়া কমিটির ডাকে দমবন্ধ করা, সন্ত্রাস কায়েম করে রাখা একের পর এক গ্রাম অতিক্রম করে লাল ঝান্ডার দৃপ্ত সাইকেল মিছিল।

আমফানে ঘর ভেঙে ছিল। মেলেনি ক্ষতিপূরণ। প্লাস্টিকের ছাউনি ঘরে বাস করেও আবাসের তালিকায় নাম ওঠে নি। পঞ্চায়েতগুলি বাস্তুঘুঘুদের বাসা। হাড়ে হাড়ে টের পেয়েছেন গ্রামের গরীব কৃষক, খেতমজুর,গ্রামীণ শ্রমজীবী মানুষ।ঘরে ঘরে শিক্ষিত বেকার ছেলে মেয়ে চাকরি না পেয়ে হতাশ। চাকরি পাচ্ছে তৃণমূলের মন্ত্রী, বিধায়কদের ঘরের ছেলে মেয়ে‌রা। ক্ষমতায় এসে দুতিন বছরের মধ্যে তৃণমূলের মেম্বাররা বড় লোক হয়েছে। এদিন লাল ঝান্ডার সাহসী মিছিল থেকে এমনই স্লোগান ওঠে। যা দেখে, শুনে গ্রামের বঞ্চিত মানুষ ঘর ছেড়ে বেড়িয়ে আসে এবং স্লোগানে গলা মেলাতে দেখা যায়। তাদের অধিকাংশের মুখে এক টুকরো হাসির ঝিলিকও দেখতে পাওয়া যায়। নৈরাজ্য, হিংসা, চুরি, লুট, তোলাবাজি, চাকরি বিক্রি, মূলবৃদ্ধির বিরুদ্ধে অবাধ সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচনের দাবিতে মিছিল শঙ্করপুর, নিমদাঁড়িয়া, শাঁকচূড়া বাজার ঘুরে গ্রামের রাজপথ পেড়িয়ে যায়। মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন পার্টি নেতা কালিদাস বিশ্বাস, রাজীব বিশ্বাস, রাজু আহমেদ, প্রতাপ নাথ। চোয়াল শক্ত করা মিছিল থেকে স্লোগান ওঠে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতের অবসান চাই। গরু চোর, কয়লা চোর, কাটমানির সরকার আরও নেই দরকার। কোদালিয়া, দক্ষিণ বাগুন্ডি, সোলাদানা বাজার, ফুলবাড়ী হয়ে দন্ডিরহাট বাজারে এসে মিছিল শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় মিছিলে আগত সিপিআই(এম) কর্মীদের রক্তিম অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ পার্টি নেতা কালিদাস বিশ্বাস , রাজু আহমেদ।
 

Comments :0

Login to leave a comment