জানাতে হবে ঠিক কোন এলাকা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের। কেন্দ্র এবং রাজ্য সরকারকে দিতে হবে হলফনামা।
বীরভূমের একটি পরিযায়ী শ্রমিক পরিবারের আবেদনে দায়ের মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ নির্দেশ দিয়েছে যে অবৈধ অনুপ্রবেশকারী বলে যাদের বাংলাদেশে পাঠানো হয়েছে তা সম্পর্কে বিশদ জানাতে হবে হলফনামা দিয়ে।
গত কয়েক মাস ধরে বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দিয়ে দেশের বিভিন্ন রাজ্যে হেনস্তা চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই এমন তৎপরতা বিজেপি পরিচালিত বিভিন্ন রাজ্য সরকারের। বেশ কয়েকটি ক্ষেত্রে জোর করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। অথচ ধৃত যে বাংলাদেশি নাগরিক প্রমাণ হয়নি আদালতে।
বীরভূমের যে পরিবারকে ঘিরে এই মামলা তার একাধিক সদস্য কর্মরত ছিলেন দিল্লিতে। তাঁদেরও বাংলাভাষী বলে হেনস্তা চলছিল। এখন তাঁদের খোঁজ না মেলায় ‘হেবিয়াস কর্পাস’ করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর ফের শুনানি রয়েছে মামলার।
কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী বলেন যে ধৃতদের যেহেতু দিল্লিতে ধরা হয়েছিল কলকাতা হাইকোর্টের এই মামলার শুনানি করার এক্তিয়ার নেই। তিনি বলেন, দিল্লি হাইকোর্টে এর আগে পিটিশন জমা পড়েছে বলেও জানা তিনি।
বীরভূমের মুরারইয়ের ভোদু শেখ, তাঁর স্ত্রী সোনালি শেখ এবং পাঁচ বছরের শিশুকে দিল্লিতে আটক করে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ জানিয়ে দায়ের হয়েছে একাধিক অভিযোগ।
হাইকোর্ট এদিন বলেছে, ব্যক্তির স্বাধীনতা এবং জীবনের অধিকার লঙ্ঘনের গুরুতর প্রশ্নটি এই অভিযোগের সঙ্গে জড়িত। পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা, যাঁদের অন্য রাজ্যে জীবিকার খোঁজে যেতে হয়।
Pushback High Court
কোন এলাকা দিয়ে ‘পুশব্যাক’, জানাতে হবে বিশদে, নির্দেশ হাইকোর্টের

×
মন্তব্যসমূহ :0