CASH FOR CANDIDATURE TMC

টাকা দিয়ে দলের প্রার্থী, অভিযোগ তৃণমূল বিধায়কেরই

রাজ্য জেলা

CASH FOR CANDIDATURE TMC তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা।

টাকা দিয়ে প্রার্থী তালিকায় নাম ঢুকিয়েছে তৃণমূল। বাইরের কেউ নন, এই অভিযোগ তুলছেন তৃণমূলেরই বিধায়ক। নদীয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহাই তুলছেন এই অভিযোগ (দেখুন ভিডিও) নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এই বিধায়ক আরও বলছেন, তৃণমূলের এত দুর্দিন আগে কখনও দেখা যায়নি। 

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে তাপস সাহা বলেছেন, ‘‘দলের প্রতীক চুরি করে জোচ্চুরি করে টাকা দিয়ে নিয়ে এসে দেবে এটা হবে না। এটা মানব না।’’ সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ‘‘ঘুরপথে প্রতীক নিয়ে নমিনেশন জমা যারা দিয়েছে তাদের দায়িত্ব নিজেদের। আমরা নেব না ভাই।’’

রাজ্য রাজনীতিতে তাপস সাহা অপরিচিত নন। নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে তাঁর নাম। তাপস সাহার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। তবে পঞ্চায়েতে প্রার্থী বাছাই ঘিরে তাঁর বিস্ফোরক মন্তব্যের পিছনে অন্তর্দ্বন্দ্বই কারণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। টাকার বিনিময়ে প্রার্থী হওয়া, তারপর পঞ্চায়েত দখল এবং পঞ্চায়েতে বেলাগাম দুর্নীতি করে টাকা তোলা- তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময়েই এই অভিযোগ উঠেছে। তাপস সাহার বক্তব্য সেই অভিযোগের সাক্ষ্য বলেই মনে করছেন তাঁরা।  

দু’হাতের বুড়ো আঙুল নাচিয়ে তাপস সাহা বলেছেন, ‘‘গ্রাম পঞ্চায়েতে সভাপতির যদি মূল্য না থাকে, ব্লক সভাপতির মূল্য যদি না থাকে, এমএলএ’র মূল্য যদি না থাকে তা’হলে ফল্লা’।’ '

তাঁর অভিযোগ, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তাঁরপর বিধায়ক হিসেবে তিনি নিজে সই করে তিন-চারবার প্রার্থী তালিকা পাঠিয়েছেন। কিন্তু দলের রাজ্যস্তর থেকে কোনও চূড়ান্ত তালিকা তাঁদের জানানো হয়নি। কৃষ্ণনগরে দলের সাংগঠনিক প্রধান নাসিরুদ্দিন আহমেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘লাল সাহেবের এক চাকর জানিয়েছে ও-ও আছে, ও-ও নেই আমরা তো অন্ধকারে।’’ তাঁর মন্তব্য, ‘‘তৃণমূলের এত দুর্দিন জীবনে দেখিনি। কোনও তালিকা নেই।’’

জানা গিয়েছে একেকটি বুথে তৃণমূলের হয়ে একাধিক প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। কাকে দলের প্রতীক দেওয়া হবে তা অনিশ্চিত। হুমকির সুরে বিধায়ক বলেছেন, ‘‘খেলা হবে’’। 

Comments :0

Login to leave a comment