ছত্তিশগড়ে বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে শনিবার। এদিন দুপুরে এই বিস্ফোরণে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের নিচে রয়েছে বিরাট অংশ। উদ্ধারের পর্বে মিলতে পারে আরও দেহ।
বেমেতারা জেলার পিরদা গ্রামে বিস্ফোরণের খবর মিলতে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী। আহত ছয়জনকে ভর্তি করা হয়েছে রায়পুরে বিআর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে।
বেমেতারার জেলাশাসক রণবীর শর্মা জানিয়েছেন যে দমকল এবং রাজ্য বিপর্যয়ক মোকাবিলা বাহিনীর জওয়ানরা উদ্ধারকাজ চালাচ্ছেন।
স্থানীয়রা জানিয়েছেন বিস্ফোরণের সময় কারখানায় অন্তত একশো শ্রমিক এবং কর্মচারী ছিলেন। অনেকের খোঁজ মিলছে না।
এর আগে, শুক্রবারই মহারাষ্ট্রের থানেতে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ হয়। নিহত হন ৯ শ্রমিক। বিভিন্ন কারখানায় সুরক্ষা বিধি মেনে কাজ হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে সংশ্লিষ্ট অংশ।
Chhattisgarh Blast
ছত্তিশগড়ের কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৬, নিখোঁজ বহু
×
Comments :0