বিশ্বজিৎ দাস
ফের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে মণিপুরে। এবার আশ্রয় শিবির থেকে নয় বছরের এক উপজাতি শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুন করেছে দুষ্কৃতীরা। নৃশংস ঘটনাটি হয়েছে কুকি নিবিড় চুরাচাঁদপুর জেলার লামকায়। এই ঘটনায় রাজ্যের আশ্রয় শিবিরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে গিয়েছে।
এদিকে, নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পাহাড়ি জেলাগুলি। অপরাধীদের শীঘ্রই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে কুকি, জোমি সংগঠনগুলি। শুক্রবার সন্ধ্যায় জোমিদের ডাকে লামকা শহরে মোমবাতি মিছিল ও প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে। কুকি ছাত্র সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, শিশুটি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুজি করলেও সন্ধান পাননি। রাত এগারোটা নাগাদ শহরের একটি নর্দমায় শিশুটির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষ। পুলিশ এসে দেহ উদ্ধার করে। শিশুটির বাবা জানান, ‘‘তাঁর পরিবার দুই বছর ধরে শহরের এক আশ্রয় শিবিরে রয়েছে। এখনও গ্রামে ফিরে যেতে ভয় পাচ্ছেন তাঁরা। তাঁর মেয়ে গ্রামের একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। কিন্তু গৃহহীন হওয়ায় তাঁর লেখাপড়া বন্ধ ছিল। কয়েকদিন আগে একটি স্কুলে তাকে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি করান।’’
এদিকে, শিশুকন্যার ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। একটি বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার লামকা শহরে দুই গোষ্ঠীর বিবাদ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। জোমি ও মার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও অন্তত পঞ্চাশজন জখম হয়েছেন। এর জেরে গত বুধবার সকাল থেকে চুরাচাঁদপুর জেলায় কারফিউ জারি করে প্রশাসন। গোটা জেলায় অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে একটি শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করতে দুষ্কৃতীরা সাহস পেল কী করে, এই প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, রাজ্যের আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করতে শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি দল মণিপুর সফরে আসছে। এই দলটির সঙ্গে ২৫ জনের বিশেষজ্ঞ চিকিৎসক দলও আসছে। শিবিরে আশ্রিতরা কী পরিস্থিতিতে বাস করছেন, তাঁরা পর্যাপ্ত ত্রাণ ও ওষুধ পাচ্ছেন কিনা, তা খতিয়ে দেখবেন বিচারপতিরা। আশ্রিতদের হারিয়ে যাওয়া কিংবা পুড়ে যাওয়া নথিপত্রের ব্যবস্থা এবং আইনি সহায়তাও করবে এই দলটি। কিন্তু রাজ্যে তাদের সফরসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে আশ্রয় শিবির থেকে তুলে নিয়ে শিশু কন্যার ধর্ষণ ও খুনের ঘটনা ঘটল। তাছাড়া, বিচারপতিদের সফরের আগে আচমকা একাধিক আশ্রয় শিবির বন্ধ করে দিচ্ছে প্রশাসন। শুক্রবার কাকচিঙ জেলার ফায়েঙ হাইস্কুলের শিবিরটি বন্ধ করা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। শিবিরে আশ্রিতরা বিক্ষোভ দেখান
Comments :0