Assam College

আসামে এবার কলেজে তালা ঝোলানোর নোটিস

জাতীয়

মোদী সরকারের নয়া শিক্ষা নীতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আসামে। ইতিমধ্যেই নয়া শিক্ষা নীতির নির্দেশ মেনে রাজ্যের ৮ হাজার ৩৮৫ টি স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে হিমন্তবিশ্ব শর্মা সরকার। এবার কলেজে তালা ঝোলানোর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার । মোট কতগুলি কলেজ বন্ধ করবে, এসংক্রান্ত কোনও তথ্য সামনে না এলেও সরকারের গতিবিধি দেখে মনে করা হচ্ছে  প্রথম পর্যায়ে রাজ্যের ৭৯ টি কলেজে তালা ঝোলানো হবে। কলেজ বন্ধ নিয়ে দুদিন আগে শিক্ষা বিভাগ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার এই বিজ্ঞপ্তির খবর সামনে এসেছে। তাতে বলা হয়েছে, পাঁচশোর নিচে ছাত্র-ছাত্রী থাকা কলেজগুলি বন্ধ করা হবে। ছাত্র-ছাত্রীদের ভর্তির হার বৃদ্ধির জন্য নাকি কলেজ বন্ধ করা হচ্ছে বলে যুক্তি দেখানো হয়েছে। বেছে বেছে পাঁচশোর নিচে ছাত্র-ছাত্রী আছে এমন ৭৯ টি কলেজের অধ্যক্ষ ও পরিচালন সমিতির কর্মকর্তাদের গুয়াহাটিতে ডেকে একটি বৈঠকও করেছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। এই বৈঠকের পরই কলেজগুলি বন্ধের জল্পনা বেড়েছে। 
উল্লেখ্য, নয়া শিক্ষা নীতি কার্যকরের পর ধর্মীয় শিক্ষা বন্ধের অজুহাত দেখিয়ে রাজ্যের সাতশো সরকারি মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেয় বিজেপি সরকার। এর কিছুদিন পরই ছাত্র-ছাত্রীদের স্বল্পতা দেখিয়ে একত্রীকরণের নামে কয়েক দফায় ৮ হাজার ৩৮৫ টি  প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ করে দেয়। আরও তিন হাজার স্কুল বন্ধ করতে সরকার তালিকা তৈরি করেছে। এখন কলেজ বন্ধের উদ্যোগ নিয়েছে। কলেজ বন্ধ করার বিজ্ঞপ্তি বাতিল করার দাবি জানিয়েছে এসএফআই। সংগঠনের আসাম রাজ্য সম্পাদক সংগীতা দাস সোমবার বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া নয়া শিক্ষা নীতির মূল উদ্দেশ্য। আসামে নয়া শিক্ষা নীতি জোরগতিতে কার্যকর করেছে রাজ্যের বিজেপি সরকার। এর ফলে শুরুতে পাইকারি হারে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিচ্ছে সরকার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শূন্যপদ পড়ে আছে। কিন্তু এগুলি পূরণ করছে না বিজেপি সরকার। বরং ৮ হাজার শিক্ষক পদ বিলুপ্ত করে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত  পরিকাঠামোও গড়তে রাজি নয় সরকার। এখন নানা অজুহাতে স্কুল-কলেজ বন্ধ করে দিচ্ছে। এই কলেজগুলি বেসরকারি মালিকানার হাতে তুলে দিতে পারে বলে আশঙ্কা করেছেন সংগীতা। কলেজ বন্ধের বিরুদ্ধে ছাত্রসমাজ ও অভিভাবকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।  
 

Comments :0

Login to leave a comment