আলুর সহায়ক মূল্য কুইন্টালে অন্তত ১৩ টাকা করার দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখালেন কৃষকরা। সেই সঙ্গে প্রচার চলল ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশেরও।
সারা ভারত কৃষকসভার মতো কৃষক এবং খেতমজুরদের শতাধিক সংগঠনের মঞ্চ সংযুক্ত কিসান মোর্চার ডাকে হয়েছে এদিনের কর্মসূচি।
শুক্রবার গড়বেতায় দফায় দফায় পথ আটকে কৃষকদের মিছিলে বাধা দেয় পুলিশ। সেই বাধা অতিক্রম করে গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনা রোডে আলুচাষিদের তুমুল বিক্ষোভ হয়। ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আলু ঢেলে।
জেলার ক্ষীরপাইতেও বর্ধমান গামী ব্যাস্ততম সড়ক রাস্তা অবরোধ বিক্ষোভ আলু চাষীদের।
শুক্রবার বিকালে সারা ভারত কৃষকসভা মালদহ জেলা কমিটির উদ্যোগে কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়ি মেহেরপুর বাসস্ট্যান্ডে মিছিল ও পথ অবরোধ হয়।
দাবি ওঠে আলু ন্যুনতম ১৩০০ টাকা কুইন্টাল দরে সরকারকে কিনতে হবে। সেই সঙ্গে চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করার দাবিতেও সরব হয় গ্রামীণ জনতা। বছরে ২০০ দিন কাজ সহ কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থবিরোধী নীতির প্রতিবাদ হয়।
Potato Farmers Protest
আলুর সহায়ক মূল্যের দাবিতে বিক্ষোভ গড়বেতা, কালিয়াচকেও

×
Comments :0