Elon Musk DOGE

এভাবেই ছাঁটা হয়েছিল টুইটারের সিইও-কে, কর্মী ছাঁটাইয়ের পক্ষে সাফাই উদ্ধত মাস্কের

আন্তর্জাতিক

‘কাজ কী করেছেন?’
এই প্রশ্নের জবাব চেয়ে টুইটার থেকে ছেঁটে ফেলেছিলেন পরাগ আগরওয়ালকে। কর্মী ছাঁটাইয়ের নোটিশ নিয়ে বিশ্বময় সমালোচনার মুখে এমনই উদ্ধত জবাব দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগী ধনকুবের এলন মাস্ক।
কর্মী ছাঁটাইয়ের এই কর্মসূচিকে কেবল সমর্থন নয়, আরও আগ্রাসী করার বার্তা দিয়েছেন ট্রাম্প। নিজের সোশাল মিডিয়া সাইটে ট্রাম্প বলেছেন, ‘‘আরও আগ্রাসী হতে হবে সরকারি দক্ষতা দপ্তরকে।’’
সরকারি দক্ষতা দপ্তর বা ‘ডিপার্টমেন্ট আয় গভর্নমেন্ট এফিশিয়েন্সি’, সংক্ষেপে ডিওজিই। এমন নাম দিয়ে দপ্তর চালু করেছেন ট্রাম্প। মাথায় বসিয়েছেন মাস্ককে। অতি দক্ষিণপন্থী জুড়ির প্রধান লক্ষ্য আমেরিকার কেন্দ্রীয় সরকারি স্তরে কর্মরত প্রায় ২৩ লক্ষ কর্মচারীর মধ্যে ছাঁটাই অভিযান চালানো। দ্রুত এবং বেপরোয়া এই ছাঁটাইয় অভিযানকে ‘দক্ষতা’ বলে প্রচার করছে অতি দক্ষিণপন্থী বাহিনী। 
সেই লক্ষ্যেই মার্কিন সময়ে শনিবার সব কর্মীকে ই-মেল করেছেন মাস্ক। বলেছেন সোমবারের মধ্যে জবাব দিতে হবে গত সাতদিন এমন কী করেছেন যে সংশ্লিষ্ট কর্মীকে কাজে বহাল রাখা প্রয়োজন। সোমবারের মধ্যে জবাব না এলে ধরে নেওয়া হবে সেই কর্মী পদত্যাগ করেছেন। 
ট্রাম্প বা মাস্ক নিজেরাই বড় ব্যবসায়ী। মাস্ক টুইটার কিনে নিয়ে নতুন নাম দেন ‘এক্স’। সেখানেও চলেছে ছাঁটাই অভিযান। তিন বছর আগে মাস্ক ছেঁটে ফেলেন সে সময়ে সিইও পরাগ আগরওয়ালকে। দু’জনের চিঠিপত্র সোশাল মিডিয়ায় প্রকাশও হয়ে পড়ে। আগরওয়াল মাস্কের এই কর্মীনীতিতেই প্রশ্ন তুলেছিলেন। 
এখন ‘ডিওজিই’-র এই ফতোয়াকে বৈধতা দিতে মাস্ক সেই প্রসঙ্গকেই সরবে সামনে আনছেন।

Comments :0

Login to leave a comment