Uttarakhand Avalanche

উত্তরাখন্ডে তুষারস্তূপে আটকে ৪৫ জন শ্রমিক

জাতীয়

উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

উত্তরাখন্ডের চামোলি জেলার কাছে একটি গ্রামে ভয়ঙ্কর তুষারপাত। ভারত-তিব্বত সীমান্তের কাছে মানা গ্রামে তুষারপাতে ৫৭ জন শ্রমিক আটকে পড়েছে। জানা গেছে ১৫ জন শ্রমিককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এখনো উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দল।

ঘটনাটি ঘটেছে বদ্রিনাথ থেকে ৩ কিলোমিটার আগে বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) ক্যাম্পের কাছে। সেখানেই শ্রমিকরা রাস্তা নির্মাণে নিযুক্ত ছিলেন। উদ্ধার কার্যে তিন থেকে চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু ভারী তুষারপাতের কারণে বাধাপ্রাপ্ত হয়েছে উদ্ধারকাজ। এখনও প্রায় ৪৫ জন শ্রমিক আটকে রয়েছে তুষার স্তূপের তলায়।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) জোশীমঠ ছেড়ে ঘটনাস্থলে পৌঁছেই। ইতিমধ্যে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে উদ্ধার কাজে সাহায্যের জন্য। এসডিআরএফের আধিকারিক রিধিম আগরওয়াল জানিয়েছেন, "এসডিআরএফের টিমও প্রস্তুত। তবে, প্রবল তুষারপাতের কারণে, এখনই উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না।" আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ড সহ বেশ কয়েকটি পাহাড়ি অঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করেছে। শুক্রবার গভীর রাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (২০ সেমি পর্যন্ত) পূর্বাভাস দিয়েছে।

Comments :0

Login to leave a comment