মলয়কান্তি মণ্ডল ◾রানিগঞ্জ
শ্রমজীবী মানুষের ব্রিগেড সমাবেশ সফল করার ডাক দিয়ে হকের দাবিতে উত্তাল হল রানিগঞ্জের রাজপথ। সিআইটিইউ, কৃষক সভা, খেতমজুর ইউনিয়ন, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ডাকে শুক্রবার লালঝাণ্ডার মিছিলে সহস্রাধিক মানুষের সাথে পা মেলালেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, সিআইটিইউ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী। রানিগঞ্জ রেল ময়দান থেকে সিহারশোল মোড়ের রবীন্দ্র মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল যতো এগিয়েছে ততই দেশ ও রাজ্য লুটের প্রতিবাদ ধ্বনিত হয়েছে। মিছিল থেকে আওয়াজ ওঠে, দেশ বাঁচাতে রাজ্যে বদল আনতে শ্রমজীবী মানুষের লড়াই জোরদার করো। এদিনের জীবন যন্ত্রণায় জর্জরিত মানুষের মিছিল মহামিছিলের রূপ নেয়।
এদিনের মিছিলের শেষে মীনাক্ষী মুখার্জি বলেন, বালি, কয়লা, জমির লুটের সাথে আমাদের খাবারের থালা থেকে ভাতের লুট চলছে। বিজেপি ও তৃণমূলের লুটের ফলেই পেপার মিল, বার্নস কারখানা বন্ধ। কয়লাখনি, রেল বেসরকারিকরণ, বস্তিবাসীদের উচ্ছেদের বিরুদ্ধে ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ। কারখানা থেকে খাদানের শ্রমিকদের অধিকার, বেকারের কাজ, দিনমজুরের মজুরি, কৃষকের ফসলের দাম সুনিশ্চিত করতে কারখানার গেট থেকে ফসলের মাঠ, খেতে খামারের আলপথ থেকে বস্তিতে পাড়ায় মহল্লায় মেহনতী মানুষের ব্রিগেড হবে। শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলেই লড়াই জোরদার করার আহ্বান জানান মীনাক্ষী মুখার্জি।
এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন সিআইটিইউ নেতা রুনু দত্ত, অনুপ মিত্র, সুপ্রিয় রায়, সহ চারটি গণসংগঠনের নেতৃবৃন্দ । নেতৃত্বরা বলেন, এ লড়াই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের লড়াই। চারটি গণসংগঠনের ডাকে ৮ এপ্রিল লুটের জবাব চাইতে জেলাশাসক দপ্তর অভিযানের ডাক দেওয়া হয়।
Comments :0