Dhaka Journalists Protests

সাংবাদিককে হুমকি, তীব্র প্রতিবাদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের

আন্তর্জাতিক

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে হুমকি সাংবাদিককে। সেই সাংবাদিক মীর আপরোজ জামান আবার ভারতীয় সংবাদসংস্থা ইউএনআই’র সঙ্গে যুক্ত। ঘটনার কড়া প্রতিবাদ করেছে ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টস।
রবিবার ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট প্রেস বিবৃতিতে জানিয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তর পশ্চিম শাখার সমন্বায়ক পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোনে হুমকি দেন সাংবাদিক জামানকে। গালাগালিও করা হয়। ঘটনায় উত্তর পশ্চিম থানায় ডায়েরি করা হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দাবিও জানিয়েছে সাংবাদিকদের এই সংগঠন। 
উল্লেখ্য, বিদ্বেষ ছড়ানো বিভিন্ন ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামেই শেখ হাসিনাকে পদচ্যুত করার দাবিতে বিক্ষোভ সংগঠিত হয়েছিল।

Comments :0

Login to leave a comment