fire in ​​Islampur

ভয়াবহ অগ্নিকান্ড ইসলামপুরের রামপুর এলাকায়

জেলা

পুড়ে যাওয়া পরিবারের সাথে দেখা করে কথা বলছেন পার্টি নেতৃত্ব

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়ে গেল কয়েকটি বাড়ি। স্থানীয়দের অনুমান গ্যাস সিলিন্ডার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জহরুল হক নামে এক ব্যক্তির বাড়িতে প্রথমে আগুন লাগে। আগুনের তীব্র এত বেশি ছিল মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনলে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান সিপিআই(এম) ইসলামপুর ২ এরিয়া কমিটির সম্পাদক সামী খান সহ  নেতৃবৃন্দ। তাঁরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সামি খান বলেন, "দু-একদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে পার্টির তরফে কিছু সামগ্রী তুলে দেওয়া হবে। এছাড়া আমরা পাশে থাকার জন্য আশ্বাস দিয়ে এসেছি।"

 পুড়ে যাওয়া পরিবারের সাথে দেখা করে কথা বলছেন পার্টি নেতৃত্ব

Comments :0

Login to leave a comment