শুক্রবার সুপার সিক্সে ওঠার লক্ষ্য নিয়ে নামবে লোবেরার ওডিশা। তাদের প্রতিপক্ষ মহামেডান। একদম শেষে ত্রয়োদশ স্থানে থাকলেও মেহেরাজুদ্দিনের দলকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ লোবেরা । গত ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে পেট্রাটসের শেষ মুহূর্তে গোলে হারতে হয়েছিল ওড়িশাকে। শুক্রবারের ম্যাচটি নিয়ে তাই বিশেষ সতর্ক তার দল । বাকি দুটি ম্যাচে জিততে পারলেই সুপার সিক্সে স্থান হবে ওড়িশার। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতার দলটিকে হারাতে চাইছে হুগো বুমোসরা। কোনো এক ' অজ্ঞাত ' কারণে আহমেদ জাহু দল ছেড়েছেন। ফলে কিছুটা সমস্যায় পড়েছে ওড়িশা দলের ভারসাম্য। অন্যদিকে মহামেডান ফুটবলারদের মধ্যে নেই কোনো মোটিভেশন। এই মরশুমটা তাদের আইএসএলে প্রথম হওয়ায় তারা বর্তমানে ট্রানজিশন পিরিয়ড বা রূপান্তকর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বিনোয়োগকারী সংস্থার বিরোধ প্রকাশ্যে চলে আসছে বারংবার। আইএসএলের মতো একটি পেশাদার প্রতিযোগিতার যোগ্যতাঅর্জন করেও খেলোয়াড়রা মাঝেমধ্যেই অনুশীলনে নামেননা বেতন বিলম্বের কারণে । ফলে পরের মরশুম থেকে এই পেশাদারিত্বের জায়গায়টায় যথেষ্টই জোড় দিতে হবে সাদা কালো ম্যানেজমেন্টকে ।
গোলশূন্যভাবেই শেষ হল ওড়িশা ও মহামেডানের ম্যাচ। ম্যাচে মহামেডান বেশ কিছু গোলের সুযোগ তৈরী করেও জিততে পারলনা । ঘরের মাঠে ফের একবার আটকে গেল লোবেরার দল । ফলে সুবিধা হয়ে গেলো ইস্টবেঙ্গলের । এই মুহূর্তে ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ওড়িশা । ২২ ম্যাচে ২৭ পয়েন্টে রয়েছে ইস্টবেঙ্গল অষ্টম স্থানে । ফলে পরের ম্যাচ জিততে পারলে সপ্তম স্থানে উঠে আসবে অস্কারের দল ।
Comments :0