Earthquake

নেপাল-পাকিস্তানে ভূমিকম্প, কাঁপল শিলিগুড়িও

জাতীয় রাজ্য আন্তর্জাতিক

শুক্রবার ভোররাতে ভূমিকম্পের কেঁপে উঠেছে নেপাল এবং পাকিস্তান। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পে বিহারের বেশ কয়েকটি জায়গা কেঁপে ওঠে। মুজাফফরপুর, সমস্তিপুর এবং অন্যান্য সীমান্তবর্তী জেলাগুলিতে কম্পন অনুভূত হয়েছে।  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার ভোররাত ২টো ৩৬ মিনিটে এই ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। 
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, বিহারের মুজাফফরপুর থেকে প্রায় ১৮৯ কিলোমিটার উত্তরে নেপালের বাগমতি প্রদেশে ভোর ২.৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পটির তীব্রতা ৫.৬ এবং গভীরতা ১০ কিলোমিটার বলেছে, যেখানে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এর মাত্রা ৫.৫ বলেছে।
বিহার সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিএমডি) আবহাওয়াবিদ উমেশ কুমার সিং সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বলেন,‘‘৫.৫ মাত্রার ভূমিকম্পটি রাত ২:৩৬ নাগাদ রেকর্ড করা হয়েছিল। যার কেন্দ্রস্থল ছিল নেপালের বাগমতি এলাকা। বিহারের মুজফফরপুর থেকে ১৮৯ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের ফলে ভারত-নেপাল সীমান্তবর্তী জেলাগুলিতে কম্পন অনুভূত হয় এবং কয়েক সেকেন্ড স্থায়ী হয়।” তিনি বলেন, সম্পত্তির ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি। তবে মুজাফফরপুর, সিওয়ান, পাটনা, গোপালগঞ্জ, সরণ, পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ এবং আশেপাশের জেলাগুলিতে কম্পন অনুভূত হয়েছে। সেই সঙ্গে কেঁপে উঠেছে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা।
এদিন ভোরে ভূমিকম্পে কেঁপে উঠে পাকিস্তানও। শুক্রবার পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভোর ৫.১৪ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে যে রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.৫ পরিমাপ করা হয়। এই ভূমিকম্পে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও খবর পাওয়া যায়নি।

Comments :0

Login to leave a comment