Adani Coal Project

জঙ্গল কেটে বেআইনি কয়লা প্রকল্প আদানির, অভিযোগ কংগ্রেসের

জাতীয়

মধ্য প্রদেশে বনাঞ্চলের অধিকার আইন ভেঙে কয়লা খনি প্রকল্পের কাজ চালানোর অভিযোগ উঠল আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। নির্বিচারে গাছ কেটে চলছে এই প্রকল্পের কাজ।
মধ প্রদেশের ধিরৌলির কয়লা খনি প্রকল্প ঘিরে এই অভিযোগ তুলেছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক এবং প্রাক্তন পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ। মধ্য প্রদেশের বিজেপি সরকার যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। 
রমেশ বলেছেন, ’’আইনি বাধ্যবাধকতা না মেনেই ২০১৯ সালে প্রকল্পের অনুমোদন দেয় নরেন্দ্র মোদী সরকার। এখন কেন্দ্র চাইছে ২০২৫’র মধ্যে কাজ শেষ করতে। মোদানি (মোদী আদানি জোট) কোনও আইন মানে না।’’
রমেশ বলেছেন, ‘‘গ্রামবাসীরা বেশিরভাগই আদিবাসী। তার মধ্যে অত্যন্ত বিপন্ন আদিবাসী গোষ্ঠীও রয়েছে। বনভূমি সংক্রান্ত প্রকল্পে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চলছে কাজ। বাসিন্দারা সঠিকভাবেই প্রতিবাদ জানাচ্ছেন।’’
রমেশের অভিযোগ, ‘‘আইন অনুযায়ী এমন প্রকল্পের আগে গ্রামসভার বৈঠক হওয়ার কথা। সংশ্লিষ্ট আইন ‘পেসা’-তে সেকথা বলা হয়েছে। সুপ্রিম কোর্টের একাধিক রায়েও বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু ওই এলাকায় এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’’ 
কংগ্রেসের অভিযোগ, মহুয়া বা তেন্ডু, আয়ুর্বেদ গুনাগুন সম্পন্ন উদ্ভিদে সমৃদ্ধ ৩৫০০ একর বনাঞ্চলে প্রকল্প চলছে, গাছ কাটা হচ্ছে অনুমোদন ছাড়াই।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন