Cultural Program

সংগীত সম্মেলন শেওড়াফুলিতে

জেলা


যন্ত্র সংগীত ও গীতবাদ্যের সুন্দর উপস্থাপনায় বৈদ্যবাটি-শেওড়াফুলির বুকে এক অনন্য সাংগীতিক আবহ রচনা করলো বৈদ্যবাটি তালচক্র। প্রতিবছরের মতো এবছরেও তালচক্রের উদ্যোগে শাস্ত্রীয় সংগীত সম্মেলন হল শেওড়াফুলি সুরেন্দ্র ভবন অডিটিরিয়ামে। এবারে প্রফেসর শুদ্ধশীল চ্যাটার্জী সন্তুর পরিবেশন করেন। শুরুতে এস্রাজে মূর্ছনা তোলেন পূজা ভট্টাচার্য। সংগদে ছিলেন তবলীয়া অরুণাংশু ভট্টাচার্য। 
এস্রাজ বাদ্যযন্ত্রের জগতে প্রচলিত হলেও এ বাজানোর দক্ষ শিল্পী খুব কমই আছেন। সেই দিক থেকে শিল্পী পূজা ভট্টাচার্যের বাজনার হাত অসামান্য। এক অপূর্ব আবহ তৈরি করেন তিনি। এর পরে সন্তুরে ঝড় তোলেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক শুদ্ধশীল চ্যাটার্জী। সঙ্গদে তবলায় ছিলেন সৌমেন নন্দী ও হারমোনিয়ামে অধ্যাপক হীরন্ময় মিত্র। ছন্দবিন্যাস পরিবেশন করেন তালচক্রের ছাত্র ত্রয়। শুভম ভট্টাচার্য, অর্ণব সান্যাল, সৈকৎ সাউ, আমন রুইদাস সহ অনেকে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন লাইলি মুখার্জী। কর্নধার সিদ্ধার্থ ভট্টাচার্য জানান আমাদের দেশ রাজ্যের সাংস্কৃতিক মানচিত্রে ক্ষুদ্র অবস্থান রক্ষা করার পাশাপাশি ভারতীয় শাস্ত্রীয় বাদন ও গায়নশৈলীকে বাঁচানোর একটা প্রয়াস আমরা তালচক্রের পক্ষ থেকে নিয়েছি। সিমিত ক্ষমতা হলেও আমরা যথাসাধ্য চেষ্টা করছি। সকলে পাশে থাকলে আগামী দিনে আমাদের প্রয়াসকে আরও বড় করতে পারবো।

Comments :0

Login to leave a comment