DA

ডিএ মামলায় আজ হাইকোর্টে হলফনামা জমা দেবে রাজ্য

রাজ্য

DA

হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবারই ডিএ মামলায় হলফনামা জমা দিতে চলেছে রাজ্য সরকার। প্রশাসন ও কলকাতা হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই রাজ্যের তরফে ডিএ মামলায় আদালতে হলফনামা জমা দেওয়া হচ্ছে। সরকার যদি আদালতে শুক্রবার হলফনামা জমা দেয়, সেক্ষেত্রে রাজ্যের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ কার্যত থাকছে না বলেই মনে করছে আইনজীবী মহল। ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ন্যায্য ডিএ’র প্রাপ্তি এখন অনেকটাই নির্ভর করছে আগামী ৯ নভেম্বর কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলার শুনানির উপর। 
গত ২০ মে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা পার হয়ে গিয়েছে। হাইকোর্ট রাজ্যের পুনর্বিবেচনার আরজিও খারিজ করে দিয়েছে। হাইকোর্টের রায় কার্যকর না করার জন্য কর্মচারী সংগঠনগুলি সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে। রাজ্যের মুখ্যসচিব ও অর্থ দপ্তরের প্রধান সচিবকে শুক্রবারই হলফনামা জমা দিয়ে জানাতে হবে, কেন হাইকোর্টের রায় কার্যকর না করার জন্য রুল জারি হবে না। নবান্ন সূত্রের খবর, রাজ্য সরকার ডিএ নিয়ে তাদের বক্তব্য শুক্রবারই কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাতে চলেছে। রাজ্য সরকার হলফনামা দেওয়ার পর কর্মচারী সংগঠনগুলিও তাদের বক্তব্য আদালতে ফের জানানোর সুযোগ পাবে। ফলে আগামী ৯ নভেম্বর পর্যন্ত কর্মচারীদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকেই।

Comments :0

Login to leave a comment