আন্দোলনের তরঙ্গ বেয়েই মুর্শিদাবাদের বহরমপুরে হবে ডিওয়াইএফআই’এর ২০ তম রাজ্য সম্মেলন। বিভাজন আর দুর্নীতির উলটোদিকে ঐক্যের বাঁধনে সব মানুষকে জুড়বে ডিওয়াইএফআই। রবিবার বহরমপুর রবীন্দ্রসদনে অভ্যর্থনা সমিতি গঠনের সভাতে ছিল এই আহ্বান। 
রবিবার বহরমপুরে হয় অভ্যর্থনা সমিতি গঠনের সভা। অভ্যর্থনা সমিতির সভাপতি হয়েছেন ডাঃ জেএন পাল, সম্পাদক হয়েছেন সন্দীপন দাস, কোষাধ্যক্ষ হয়েছেন সোমনাথ সিংহ রায়। ১৩টি উপ সমিতি গঠিত হয়েছে।  অভ্যর্থনা সমিতি গঠনের সভায় সভাপতিত্ব করেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। সভায় তিনি বলেছেন, “ এক দিকে বিভাজন অন্যদিকে বাজেট। মানুষের শোষণের এই দুই হাতিয়ারের বিরুদ্ধে লড়াই বাড়াবে ডিওয়াওইএফআই। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতি শিকলে বেঁধেছে তৃণমূল। বঞ্চিত গরিব মানুষ। যুবরা দায়িত্ব নিয়েই লড়াইয়ে থাকবে”। সভায় বক্তব্য রাখেন ডিওয়াওইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক সন্দীপন দাস, প্রাক্তন যুব নেতা তুষার দে। ডিওয়াইএফআই’এর প্রাক্তন রাজ্য সম্পাদক জামির মোল্লাও। তিনি বলেন, “ডিওয়াইএফ গড়ে ওঠার সময় থেকেই মুর্শিদাবাদ জেলার যুব আন্দোলনের ঐতিহ্য রয়েছে। সেই লড়াইয়ের ইতিহাসের প্রেক্ষিতেই আরও নতুন মানুষকে জুড়ে বহরমপুরে রাজ্য সম্মেলন হবে”। 
সভায় ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন,  যুবরা প্রতিদিন লড়াইয়ের রাস্তায় রয়েছে। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ফলে স্যালাইনেও বিষ। সংকটে গরিব মানুষের স্বাস্থ্য। আরজি করের ঘটনায় সবটা মানুষের সামনে এসেছে। রাজ্য আর কেন্দ্র সরকারের পরিকাঠামোই নেই স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার। যুবরা এই পরিকাঠামোর দাবিতে লড়াই করছে। স্বাস্থ্য থেকে সব সরকারি দপ্তরে শূন্যপদে স্থায়ী নিয়োগের দাবিতে লড়ছে। গ্রামে একশো দিনের কাজের দাবিতে লড়ছে। এই লড়াই সংগ্রামের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হবে রাজ্য সম্মেলনে।
এ’বছর ২১ থেকে ২৩ জুন বহরমপুরে হবে রাজ্য সম্মেলন। ২১ জুন হবে প্রকাশ্য সমাবেশ। কমরেড মানব মুখার্জি ও তরুণ মজুমদার মঞ্চ হিসেবে নামকরণ করা হয়েছে বহরমপুর রবীন্দ্রসদনের। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ও মৃণাল সেন নগর হিসেবে সম্মেলন উপলক্ষ্যে বহরমপুর শহরের নামকরণ হয়েছে। এদিন অভ্যর্থনা সমিতি গঠনের সভা শেষে সম্মেলনকে সামনে রেখে মিছিল হয় বহরমপুরে।
Berhampore: DYFI State Conference
রাজ্য সম্মেলন: ঐক্যের বাঁধনে জুড়ে দেওয়ার আহ্বান ডিওয়াইএফআই‘র
                                    বহরমপুরে মিছিল যুবদের। রয়েছে মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা সহ নেতৃবৃন্দ। ছবি: অনির্বাণ দে।
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0