DYFI Rally

কাজের দাবিতে যুবদের মিছিল, ডেপুটেশন শিলিগুড়িতে

রাজ্য জেলা

কাজের দাবিতে সরব হয়ে শিলিগুড়িতে যুবদের মিছিল। ছবি- রাজু ভট্টাচার্য।

‘জাত-ধর্মের রাজনীতি বন্ধ করো, বেকারদের কাজের অধকার নিশ্চিত করো’ এই স্লোগানকে সামনে রেখে কাজের অধিকারের দাবিতে সরব হয়ে শিলিগুড়িতে যুবদের মিছিল ও ডেপুটেশন কর্মসূচি হয়েছে। বুধবার দুপুরে ডিওয়াইএফআই দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদে জেলা শাসকের উদ্দেশ্যে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়েছে। শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে মহানন্দা সেতুর নীচ থেকে যুবদের সোচ্চারিত মিছিল শুরু হয়ে হিলকার্ট রোড ধরে এগিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেশ কিছু সময় স্লোগান সাউটিং ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। 
মিছিলে অংশ নিয়ে এসজেডিএ দ্বারা শিলিগুড়িতে আইটি পার্কের জন্য বরাদ্দ ২০ একর জমিতে মন্দির নয় কর্মসংস্থানের ভিত স্থাপনের দাবি জানান যুবরা। পাশাপাশি মনরেগা পুর্নবহাল করা এবং আইন সংশোধন করে ২০০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া, জেলায় জিটিএ ও সমস্ত সরকারি দপ্তরে শূন্যপদে কর্মী নিয়োগ, বন্ধ চা বাগান খোলা এবং চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারিত করা, চা বাগানের জমি কর্পোরেটদের হাতে দেওয়া চলবে না ইত্যাদি দাবিতেও এদিনের মিছিল সরব ছিলো। উপরিউক্ত দাবি ছাড়াও শিলিগুড়ি পৌর কর্পোরেশন ও শিলিগুড়ি মহকুমা পরিষদের এলাকার রাস্তাঘাট মেরামত করা, রাঙাপানি, বাগরাকোট, ডাবগ্রাম, ঠাকুরনগর, এনজেপি, অম্বিকানগর রেলওয়ে ক্রসিংয়ে উড়ালপুল নির্মান করা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্রের পর্যাপ্ত উন্নয়ন করা ও দালাল চক্র বন্ধ করা ইত্যাদি দাবিতে জেলা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন দিয়েছেন যুব নেতৃবৃন্দ। আট দফা দাবিতে ডেপুটেশন দেবার পাশাপাশি দেশ ও রাজ্য জুড়ে ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে একটি প্রস্তাব পৃথকভাবে রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রেরন করা হয়েছে। 
এদিন স্মারকলিপি দিতে মহকুমা পরিষদের ভেতরে ঢুকতে গেলে মিছিলে অংশগ্রহণকারী যুবদের বাধা দেয় পুলিশ। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করে শিলিগুড়ি মহকুমা পরিষদের গেট আটকে রাখা হয়। এরপর দীর্ঘ সময় মহকুমা পরিষদের গেটের সামনে যুবদের প্রতিবাদ সভা চলে। সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জয় মান্ডি ও দেবজ্যোতি চক্রবর্তী। সভা চলাকালীন ছয় জনের যুব প্রতিনিধিদল মহকুমা পরিষদে জেলা শাসকের দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। সংগঠনের দার্জিলিঙ জেলা সম্পাদক সাগর শর্মা বলেন, কোন কারণ ছাড়াই অযথা একাধিক ট্রাফিক পয়েন্টে মিছিল আটকে দেবার চেষ্টা চালিয়েছে পুলিশ। যুবরা যাতে ডেপুটেশন দিতে না পারেন তার চেষ্টা হয়েছে। অজ্ঞাত কারণে আগাম জানিয়ে সময় নেওয়া সত্ত্বেও কর্মসূচিকে বাধা দিতে পুলিশি হয়রানির ধিক্কার জানান তিনি। 
মহকুমা পরিষদের সামনে সভায় যুব নেতৃবৃন্দ বলেন, রাজ্য তথা জেলার কর্মহীন যুব সমাজ পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন। জেলার সমস্ত যুবদের কর্মসংস্থানের দাবিতে আজকের এই ডেপুটেশন কর্মসূচি। রাজ্য জুড়ে ডিওয়াইএফআই কর্মসংস্থানের পাশাপাশি শিল্পের দাবিতে লড়াই সংগঠিত করছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী শিলিগুড়ির অদূরে মাটিগাড়ায় প্রস্তাবিত শিল্পের জমিতে সরকারি টাকায়, জনগনের করের টাকায় মন্দিরের শিলান্যাস করেছেন। কিন্তু তিনি শিক্ষার মন্দির গড়তে পারছেন না। যুবদের চাকরি দিতে পারছেন না। ১টাকার বিনিময়ে কোটি কোটি টাকার জমি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। সরকারের মূল কাজ সকলের জন্য শিক্ষা, কাজ ও নিরাপত্তা সুনিশ্চচিত করা। কিন্তু কেন্দ্র ও রাজ্য দুই সরকারই মূল দায়িত্ব সামলাতে ব্যর্থ। তার পরিবর্তে ধর্মীয় রাজনীতির বিভাজনের বীজ ছড়িয়ে বেকারত্বের যন্ত্রণা সহ দৈনন্দিন জীবনের মূল সমস্যা থেকে সাধারনের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা চালাচ্ছে। বিভাজনের রাজনীতি দূরে সরিয়ে দিয়ে আআগামীদিনে বেকারত্ব, অনিশ্চয়তা ও হতাশা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে সকল যুব সমাজকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা।

Comments :0

Login to leave a comment