Kota Incident

রাজস্থান থেকে মৃত ছাত্রের দেহ ফিরল ধূপগুড়ির বাড়িতে

রাজ্য

Kota Incident

ধূপগুড়ি থেকে সর্বভারতীয় নিট প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্যে রাজস্থানের কোটায় কোচিং নিতে গিয়ে বৃহস্পতিবার রাতে ছয় তলা থেকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হল ইশানাংশু ভট্টাচার্য্য নামে ধূপগুড়ির এক মেধাবী ছাত্রের। রবিবার মৃত  ছাত্রের দেহ ধূপগুড়ির বাড়িতে আনা হয়। আর কিশোরের দেহ আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। এমনকি শোকাহত ধূপগুড়িবাসি। এদিন ধূপগুড়ির নিজের বাড়িতে মৃত মেধাবী ছাত্রের দেহ দেখার জন্য ভিড় জমে যায়। 


প্রসঙ্গত,  বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে হোস্টেলের ছয় তলার ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করার সময় হটাৎ একটি ধাতব বেড়ায় হেলান দিতে গেলে বেড়া সহ নীচে পড়ে যায় ঐ কিশোর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  রাজস্থানের ঐশিক্ষা  প্রতিষ্ঠানের  সি সি টি ভি ফুটেজে দেখা যায়  এই ঘটনার মর্মান্তিক  দৃশ্য। মৃত কিশোরের বাবা স্থানীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী দেবজিত ভট্টাচার্য্য কে কোটা পুলিশের তরফে খবর দেওয়া হলে তিনি শুক্রবারই সেখানে পৌছে গেছেন। এই ঘটনায় কোটায় সন্তানদের পড়তে পাঠানো বাবা মায়েদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তার অভাব বোধ করছেন বলে অভিযোগ।
 

Comments :0

Login to leave a comment