Rajibul Haque

তৃণমূলের আক্রমণে আহত কমরেড রাজিবুল হকের মৃত্যু

রাজ্য পঞ্চায়েত ২০২৩

Rajibul Haque

 

কমরেড রাজিবুল হক (বয়স ৩২), পিতা - মোজাম্মেল হক গতকাল আউসগ্রাম-২ ব্লকের  বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমণে আহত হয়ে প্রথমে বর্ধমান হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবনতির কারণে গভীর রাতে এনআরএস-এ স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে শহীদের মৃত্যুবরণ করেন।
শুক্রবার বিকালে আউশগ্রাম থানার অমরপুর গ্রামপঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে বিকাল সওয়া পাঁচটা নাগাদ গ্রামের স্কুলে ভোট কর্মীরা পৌঁছালে সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবাদত শেখ তাঁদের খাবার, অন্যান্য ব্যবস্থা করার তদবির শুরু করে।  গ্রামের মানুষ প্রতিবাদ করলে, তৃণমূলের প্রধান বাঁশের ডান্ডা নিয়ে তেড়ে আসে সিপিআই(এম) কর্মীদের ওপর। বাঁশ দিয়ে মারতে থাকে ঘটনাস্থলে জ্ঞান হারান সিপিআই (এম) কর্মী। এর পরেই  গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে তৃণমূলের গুন্ডাদের তাড়া করেন। প্রধান সহ তৃণমূলীরা তীব্র প্রতিরোধের মুখে পড়ে দৌড়ে পালিয়ে যায়। তৃণমূলীদের হামলায় ৫ জন সিপিআই(এম) কর্মী জখম হয়েছেন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবনতি হলে রাজিবুল হককে রাতে এনআরএস-এ স্থানান্তরিত করা। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

Comments :0

Login to leave a comment