Halloween festivities

দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১৫১

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় হ্যালোউইন পার্টিতে মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত মোট ১৫১ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ রবিবার বেলা ১২ টা পর্যন্ত অন্তত ৩ হাজার ৫৮০জন নিখোঁজ ব্যক্তির রিপোর্ট পেয়েছে। নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার গভীর রাতে শহরের এক ব্যস্ততম বাজারে। হ্যালোউইন উৎসব উপলক্ষে সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন।


ছোট্ট রাস্তা সত্ত্বেও ভিড় হয়েছিল প্রচুর। পুলিশের দাবি, ১ লক্ষেরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন ওই সিওল শহরের ইটাওনের ছোট্ট রাস্তায়। অধিকাংশই ভিড়ের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে জানাচ্ছে পুলিশ এবং দমকল বাহিনী। ওই ছোট রাস্তাতেই রয়েছে নাগরিকদের জড়ো হওয়ার মতো অসংখ্য দোকান, রেস্টুরেন্ট, হোটেল। সেখানেই দক্ষিণ কোরিয়ার সমসয় অনুযায়ী রাত ১২টার পর ৩১ তারিখের হ্যালোউইন উৎসব পালনে ভিড় জমিয়েছিলেন মানুষ। গত দু’বছর কোভিড বিধি মানতে গিয়ে সেভাবে পালিত হয়নি উৎসব। এবার সেজন্যই এদিন ছিল বাঁধনছাড়া ভিড়।


জানা গিয়েছে, একটি হোটেলের সামনে প্রথমে কয়েকজন সংজ্ঞাহীন হয়ে পড়েন ভিড় চাপে। এর পর একের পর এক এই ধরনের সংজ্ঞাহীন হয়ে পড়ে দেখা যায় অনেককে। প্রথমে ৬০ জনের মৃত্যুর খবর দেওয়া হলেও ঘন্টাখানেকের মধ্যে তা ১২০-তে পৌঁছে যায়। রবিবার সকালে সেই সংখ্যাটি পৌঁছে গেছে ১৫১ জনে। রাতেই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী পৌঁছনোর পাশাপাশি ১২০টিরও বেশি অ্যাম্বুলেন্স পৌঁছে যায়। ঘটনায় কমপক্ষে ১৫০ জন আহত হয়েছেন। তাঁদের সিওলের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, মৃতদের মধ্যে ১৯ জন বিদেশী নাগরিক ছিলেন। ইতিমধ্যেই এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, রাস্তার ওপর একজন আরেকজনের ওপর পড়ে রয়েছেন।

Comments :0

Login to leave a comment