Earthquak delhi

সকালে ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি

জাতীয়

বৃহস্পতিবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লিবাসী। সকাল ৯টা ৪মিনিটে দিল্লি ও তার আশেপাশের এলাকায় রিকটারস্কেল ৪.৪ মাত্রায় কম্পন অনুভূত হয়। এই কম্পনের কেন্দ্রস্থল হরিয়ানার ঝজ্জরযা দিল্লি থেকে প্রায় ৬০ কিমি দূরে অবস্থিত। ভুমিকম্পের ফলে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এখনও। তবে এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে এবং অনেকে বাড়ির ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।                                 

ন্যাশনাল সেন্টার অফ সেইসমোলোজি জানিয়েছেএই কম্পনটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়েছিল। অগভীর ভূমিকম্পের তীব্রতা ও ক্ষয়ক্ষতি বেশি হয় তবে এই কম্পনের মাত্রা কম হওয়ার কারণে সেরকম কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 

ভারতের ভূমিকম্প প্রবণ সক্রিয় অঞ্চলগুলির মধ্যে দিল্লি অন্যতম। ভারতের প্রায় ৫৯ শতাংশ এলাকায় ভূমিকম্প প্রবণ। কিছু বছর ধরেপ্রায় অনেকগুলো ভূমিকম্প ঘটেছে। ২০২২ সালে৪.১ মাত্রায় ভূমিকম্প হয়েছিল দিল্লির পার্শবর্তী রাজ্য হরিয়ানায় তবে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের তথ্যে জানা যায় গত ১০ বছরে দিল্লি তে ঘটে ভূমিকম্পগুলির মধ্যে কোনটার মাত্রা ৫ এর বেশি হয়নি।

Comments :0

Login to leave a comment