Vande Bharat Sleeper Train

বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজের দাবিতে উত্তাল ধূপগুড়ি

জেলা

হাওড়া–গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেন আগামী ১৭ জানুয়ারি থেকে চালু হওয়ার ঘোষণা ঘিরে উচ্ছ্বাস থাকলেও, সেই ট্রেনের স্টপেজ তালিকায় ধূপগুড়ির নাম না থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বৃহস্পতিবার ধূপগুড়ি স্টেশন চত্বরে দীর্ঘক্ষণ অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল ‘ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ’। এই আন্দোলনে যোগ দেন ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন ক্লাব ও সমাজসংগঠনের সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
বিক্ষোভকারীদের বক্তব্য, ধূপগুড়ি স্টেশনকে ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় এনে আধুনিকীকরণের কাজ চললেও, এত গুরুত্বপূর্ণ স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ না রাখা চরম বঞ্চনার শামিল। নাগরিক মঞ্চের অভিযোগ, জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়ের কাছে একাধিকবার লিখিতভাবে আবেদন জানানো হলেও কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি। একইভাবে স্থানীয় বিধায়কের ভূমিকাও প্রশ্নের মুখে। এই রাজনৈতিক ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধেই এদিন গণবিক্ষোভ সংগঠিত হয়।
আন্দোলনকারীরা জানান, ধূপগুড়ি একটি গুরুত্বপূর্ণ মহকুমা শহর। উত্তরবঙ্গের অন্যতম বড় কৃষিপণ্য বাজার হিসেবে এই অঞ্চলের ব্যবসায়িক গুরুত্ব অপরিসীম। পাশাপাশি বিন্নাগুড়ি সেনা ছাউনির কারণে সেনাকর্মী ও তাঁদের পরিবারের যাতায়াতের ক্ষেত্রেও ধূপগুড়ি স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক লক্ষ সাধারণ যাত্রীর দ্রুত ও আধুনিক রেল যোগাযোগের প্রধান ভরসাও এই স্টেশন।
দীর্ঘক্ষণ অবস্থান-বিক্ষোভ চলার পর আন্দোলনকারীরা স্টেশন মাস্টারের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। স্টেশন মাস্টার দাবি ঊর্ধ্বতন রেল কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঠানোর আশ্বাস দেন। তবে নাগরিক মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে—অবিলম্বে বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজের দাবি মানা না হলে আগামী দিনে ধূপগুড়িকে অচল করে দেওয়ার মতো বৃহত্তর জনআন্দোলন গড়ে তোলা হবে।

Comments :0

Login to leave a comment