Deputation

ন্যূনতম মজুরি সহ ৭ দফা দাবিতে স্মারকলিপি

জেলা

Deputation


সমকাজে সমমজুরি ও ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা করার দাবিতে সোচ্চার হল সিআইটিইউ অনুমোদিত পিএইচই  ঠিকা শ্রমিক কর্মচারী ইউনিয়ন। জলপাইগুড়ি জেলা কমিটি পক্ষ থেকে জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোমনাথ চৌধুরীর কাছে সাত দফা দাবির ভিত্তিতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। সংগঠনের অভিযোগ জেলা জুড়ে ৫ শতাধিক ভালভ অপারেটর কর্মী এই দপ্তরের অধীনে কাজ করলেও এরা ন্যূনতম বেতন সামাজিক সুরক্ষা যেমন ইপিএফ ও ইএসআই থেকে বঞ্চিত। অথচ সরকারি সার্কুলার অনুযায়ী এসব সুযোগ-সুবিধা শ্রমিকদের প্রাপ্য অথচ দপ্তরের আধিকারিক ও কন্টাক্টারদের অসহযোগিতার কারণে এই সুযোগ থেকে শ্রমিক ও শ্রমিক পরিবার বঞ্চিত।

 এছাড়াও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে জেলার একটা বড় অংশ বনবস্তি এলাকায় হওয়ায় সেখানে যারা কাজ করেন তাদের প্রতিনিয়ত জীবজন্তুর সঙ্গে লড়াই করে কাজ করতে হয়। পাম্প হাউস গুলোর অবস্থা জরাজীর্ণ বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থা নেই, গার্ডয়াল না থাকার জন্য প্রতিনিয়তই বাঘ ও হাতির মুখোমুখি হতে হয় তাদের। এই সমস্যার কথা তুলে ধরা হলে দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোমনাথ চৌধুরী এই সমস্যার সমাধানের আশ্বাস দেন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। শ্রমিকরা আরও অভিযোগ করেন যে তারা নিয়মিত সরকার নির্ধারিত বেতন পাচ্ছেন না। বেতন নিয়মিত করার দাবিও তোলা হয় সংগঠনের তরফে। সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ সরকার বলেন অত্যন্ত অমানবিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে জেলার অন্তত পাঁচ শতাধিক ভালভ অপারেটররা কাজ করে চলেছেন। মানুষের স্বার্থে আমরা দ্রুত সমস্যার সমাধান চাই না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে হবে। স্মারকলিপি প্রদানে অংশগ্রহণ করেন সিআইটিইউ নেতা কৃষ্ণ সেন, রাজীব জোশি, বীরেন ওরাও, দিলীপ রাজভর প্রমুখ নেতৃবৃন্দ।


 

Comments :0

Login to leave a comment