Trump Oath Ceremony

দ্বিতীয়বার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক

সোমবার ৪৭ তম মার্কিন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ট্রাম্প। স্থানীয় সময় দুপুর ১২টা, ভারতীয় সময় অনুসারে রাত ১০টা ৩৫ মিনিটে শপথ নেবেন ট্রাম্প। প্রথাগত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বহু সমর্থক হাজির হবেন বলে মনে করা হচ্ছে। একবার হেরে গিয়ে ২০২৪ সালের নভেম্বর মাসে আবার ভোটে জিতে রাষ্ট্রপতির দায়িত্ব ফিরে পাওয়ার নজির আমেরিকার গত ১৩২ বছরের ইতিহাসে এই প্রথম। বিভিন্ন সমীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস মিললেও, রিপাবলিকান প্রার্থীর অন্তত চার শতাংশ হারে এগিয়ে থাকতে দেখা গেছে। মোট প্রাপ্ত ভোট সহ ‘ইলেক্টোরাল কলেজ’ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মার্কিন মুলুকের ৪৭ তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ট্রাম্প। ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করার কয়েক মাস পর, সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বসবেন ট্রাম্প, এর আগে তিনি ২০১৭-২০২১ সাল পর্যন্ত মার্কিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিন উপ রাষ্ট্রপতি জেডি ভ্যান্সও শপথ গ্রহণ করবেন। ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জো বাইডেন প্রশাসনিক নিয়ন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তান্তর করবেন। মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করাবেন। যেখানে বেশ কয়েকজন বিদেশী নেতা উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠানে থাকছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ম্পের শপথ অনুষ্টানে থাকছেন এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, জেফ বেজোসের মতো শিল্পপতিরা। ইতিমধ্যেই মুকেশ অম্বানী ও তাঁর স্ত্রী নীতা অম্বানী ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন। ট্রাম্পের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি, হাঙ্গেরির ভিক্টর অরবান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মেলি এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। ক্যাপিটল বিল্ডিংয়ের উদ্যানে শপথ অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে না। তাপমাত্রা মাইনাস ছয় ডিগ্রী সেলসিয়াস নীচে থাকবে বলে মনে করা হচ্ছে। তুষারপাত এবং প্রচণ্ড ঠান্ডার কারণে ক্যাপিটল ভবনের রোটান্ডায় ট্রাম্প ও নবনির্বাচিত উপ  রাষ্ট্রপতি জেডি ভান্স শপথ নেবেন। ট্রাম্পের সম্মানে আয়োজিত কুচকাওয়াজও হবে রোটান্ডায়। 
নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ওয়াশিংটনে তাঁর শপথ গ্রহণের আগে রবিবার একটি বিশাল সমাবেশের আয়োজন করেন জনতার সামনে ‘‘আমরা জিতেছি’’ বলে ঘোষণা করেন। তিনি বলেন, আমরা আমেরিকান শক্তি, সমৃদ্ধি, মর্যাদা এবং গর্বের এক নতুন দিন শুরু করব।’’ সমর্থকদের তিনি বলেছেন যে শপথ নেওয়ার পরের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ‘ঐতিহাসিক গতি এবং শক্তি’ নিয়ে কাজ করবেন। ‘আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করার’ প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমরা আবার আমেরিকাকে শক্তিশালী করব, আমরা আবার আমেরিকাকে সমৃদ্ধ করব, আমরা আবার আমেরিকাকে গর্বিত করব, আমরা সবাই একসঙ্গেই আমেরিকাকে শ্রেষ্ঠ করব।’ তিনি বলেছেন, ‘এখন ফাঁকা বুলি দেওয়ার সময় নয়। তিনি তার আসন্ন চার বছরের পরিকল্পনার কথা জানান। শপথ নেওয়ার পর ভাষণ দেবেন ট্রাম্প। এদিনই তাঁকে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। 
হোয়াইট হাউসে ঢোকার আগেই পর্ন তারকা মামলায় দোষী সাব্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের হবু রাষ্ট্রপতিকে আদালত শাস্তিভোগ থেকে ‘শর্তহীন অব্যাহতি’ দিয়েছে। মানে ঘুষ দেওয়ার অপরাধে দোষী হলেও ট্রাম্পকে জেলে যেতে হয়নি না। আমেরিকার আড়াইশো বছরের ইতিহাসে এই প্রথম কোনও ঘোষিত দোষী রাষ্ট্রপতি হতে চলেছে।

Comments :0

Login to leave a comment