Fire Park Circus

পার্ক সার্কাসে আগুন

কলকাতা

পার্ক সার্কাস স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের কাছে আগুন লাগে সোমবার বিকেলে। জানা গিয়েছে এখানে একটি কারখানায় রাসায়নিক মজুত করা ছিল। অনুমান, দাহ্য রাসায়নিকে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়েছে। একাধিক ইঞ্জিন যায় ঘটনাস্থলে। কালো ধোঁয়ার কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।  এই এলাকায় আশেপাশে জনবসতি আছে। রয়েছে বস্তিও। জনসাধারণ আতঙ্কিত হয়ে পড়েন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন