RG Kar Doctor's Rape-Murder

কড়া নিরাপত্তায় মোড়া শিয়ালদহ আদালত চত্তর

রাজ্য কলকাতা

সোমবার সাড়ে ১২টা নাগাদ সঞ্জয়ের সাজা ঘোষণা করবেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। এদিন সকালথেকেই আদালতের বাইরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। আদালত চত্বরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে র্যা পিড অ্যাকশন ফোর্স এবং হেভি রেডিওফ্ল্যাইং স্কোর্ডের পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। রয়েছেন এন্টালি থানা, মুচিপাড়া থানা-সহ একাধিক থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জরা। 
গত শনিবার ঘটনার ১৬২দিন পরে আর জি করে চিকিৎসক-ছাত্রীকে খুন-ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। দোষী সাব্যস্ত এই সিভিক ভলান্টিয়ার আবার শাসক দল তৃণমূল প্রভাবিক পুলিশ ওয়েলফেয়ার কমিটিরও সদস্য ছিল! তবে গত পাঁচ মাস ধরে রাজ্যের গণ্ডি পেরিয়ে গোটা দেশে প্রতিক্রিয়া তৈরি করা এই নৃশংস, বর্বর ঘটনায় কেবলমাত্র এক জনই অভিযুক্ত, এক জনই কেবলমাত্র ‘দোষী’, তা মানতে নারাজ নির্যাতিতার পরিবারের পাশাপাশি চিকিৎসক মহল থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ।
সোমবার এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করবে শিয়ালদহ আদালত। দুপুরে সাজা ঘোষণা করবেন বিচারক। তবে সাজা ঘোষণার আগে সঞ্জয় রায়ের বক্তব্য শুনবেন বিচারক। শনিবারই আদালতে রায় ঘোষণার পরে সঞ্জয় রায় এজলাসে বলেছিল আমাকে ফাঁসানো হচ্ছে। স্যার আমার কথা শুনুন। শনিবার রায় ঘোষণার পরে আদালত থেকে বেরিয়ে নির্যাতিতার বাবা সাংবাদিকদের বলেন, ‘‘সোমবার সাজা ঘোষণা করবে আদালত। আজ বিচারের প্রথম সিঁড়ি পেরনো গিয়েছে।’’ একই তিনি বলেন, ‘‘সঞ্জয় রায় একা জড়িত বলে বিশ্বাস করি না। সেজন্যই তো আরও তদন্তের আবেদন জানিয়েছি।’’ তার আগে শুক্রবারও তিনি বলেছিলেন, ‘‘আমরা কেন, গোটা রাজ্যের কোনও মানুষ বিশ্বাস করেন না, এই ঘটনা ও একা ঘটিয়েছে। এটা সম্ভব নয়। সিবিআই সব শুনেছিল আমাদের কাছ থেকে। তারপরেও এমন তদন্ত! এদিন প্রথমে দোষী সঞ্জয় রায়, তাঁর আইনজীবী এবং নির্যাতিতার বাবা-মায়ের বক্তব্যও শুনবেন বিচারক। তার পর শাস্তি ঘোষণা।

Comments :0

Login to leave a comment