আইএসএলের সিনিয়র ডার্বির পর এবার জুনিয়র ডার্বির রংও সবুজ মেরুন।রিলায়েন্স ফাউন্ডেশন লীগের অনূর্ধ্ব-১৫ প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল।দমদমের অমল দত্ত স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে পরাস্ত করলো মোহনবাগান।ম্যাচে গোল করেন রূপম মন্ডল , তনয় বৈরাগী ও সনজু শিকদার । এছাড়াও সোমবার ইস্টবেঙ্গল মাঠে অনূর্ধ্ব-১৭ এলিট লিগের ফিরতি ডার্বি শেষ হল গোলশূন্যভাবে।
Comments :0