Deshprem Divas

‘দেশপ্রেম দিবস’ পালন মালদহে

রাজ্য জেলা

সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস, সারা রাজ্যের সাথে মালদহ  জেলায় বামফ্রন্টের পক্ষ থেকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে  পালিত হলো।
সকাল ৮টায় জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মালদহ শহরের গান্ধী মূর্তির সামনে জমায়েত হয়ে মিছিল সারা শহর পরিক্রমা করে নেতাজী সুভাষ চন্দ্র বসুর  মূর্তি পর্যন্ত পদযাত্রা এবং পরিশেষে বাম ফ্রন্টের পক্ষ থেকে  শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র, বামফ্রন্টের নেতা অম্বর মিত্র, সর্বানন্দ পান্ডে, তরুণ দাস, গোপাল সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment