সন্দেশখালির লুটেরাদের শাস্তির দাবিতে ২ মার্চ শনিবার দুপুরে বসিরহাটে এসপি অফিস অভিযান করবে ডিওয়াইএফআই। সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক সপ্তর্ষি দেব জানিয়েছেন, পুলিশ শাহাজাহানকে না ধরে নিরপরাধদের ধরে রাখবে এটা বেশিদিন চলতে পারে না। সন্দেশখালি নিয়ে উদ্বিগ্ন সবার কাছে আমাদের আবেদন থাকবে সেদিন বসিরহাটে অভিযানে শামিল হওয়ার জন্য।
মীনাক্ষী মুখার্জি সহ যুব আন্দোলনের রাজ্য নেতৃত্বও ২ মার্চ বসিরহাটে এসপি অফিস অভিযানে অংশ নেবেন। গত শনিবারই পুলিশের বাধা ভেঙে সন্দেশখালিতে গিয়েছিলেন ডিওয়াইএফআই’র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি এবং রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ যুব নেতৃবৃন্দ। সন্দেশখালির মহিলা ও আক্রান্ত মানুষদের সঙ্গে কথা বলার পর মীনাক্ষী মুখার্জি এসপি অফিসে গিয়ে লুটেরা ও নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবি জানান এবং চারদিনের সময়সীমা দিয়ে আসেন। সন্দেশখালির মানুষের রোষে তৃণমূল নেতাদের পালানো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মীনাক্ষী মুখার্জি বলেছিলেন, যারা অত্যাচার করেছে, লুট করেছে, মানুষ তাদের তাড়া করলে অবাক হওয়ার কী আছে! তৃণমূলের যে দলীয় অফিসে মধ্যরাতে মহিলাদের ডেকে পাঠানো হতো, সেই অফিসের ভবিষ্যৎ কী হবে সেটা সন্দেশখালির মানুষই ঠিক করবে।
DYFI
সন্দেশখালিকে সন্ত্রাসমুক্ত করতে ২ মার্চ বসিরহাটে এসপি অফিস অভিযান করবে যুবরা
×
Comments :0