Kejriwal arrest

কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনে বিরোধীতা ইডি’র

জাতীয়

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের বিরোধীতা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় তদন্তকারী সংস্থা জানিয়েছে, ভোটের প্রচারের অধিকার মৌলিক নয়।
দিল্লি আবগারি নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদনের শুনানির একদিন আগে আজ ইডির ডেপুটি ডিরেক্টর ভানু প্রিয়া এই হলফনামা জমা দিয়েছেন।
তিনি বলেন, ‘নির্বাচনের প্রচারণার অধিকার মৌলিক, সাংবিধানিক বা আইনগত অধিকার নয়। ইডি জানায়, কোনও রাজনৈতিক নেতা প্রতিদ্বন্দ্বী প্রার্থী না হওয়া সত্ত্বেও প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন পাননি।  এমনকি ভোটে জিতলেও জেলে বসেই কাজ পরিচালনা করেছে অনেকে।’
অন্তর্বর্তী জামিন চাওয়ার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করে ইডি বলেছে যে আপ নেতা এর আগে সমন এড়াতে একই অজুহাত ব্যবহার করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও যুক্তি দিয়েছিল যে ভোটের প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হলে কোনও রাজনীতিবিদকে গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে রাখা যাবে না।

Comments :0

Login to leave a comment