Abhishekh Banarjee

দলে গোষ্ঠী কোন্দল আছে : অভিষেক

রাজ্য

মালদহে তৃণমূল কর্মী খুনের ২৪ ঘন্টার মধ্যে দলের গোষ্ঠী কোন্দলের কথা মেনে নিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। এদিন ফলতা বিধানসভা এলাকায় সেবাশ্রমের শিবিরে যান ডায়মনড হারবারের তৃণমূল সাংসদ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘একটি রাজনৈতিক দল যখন বড় হয় তখন তাতে গোষ্ঠী কোন্দল থাকবে এটা স্বাভাবিক। লক্ষের অপর দলীয় পদাধিকারি তাদের মধ্যে মতভেদ থাকতেই পারে।’’ উল্লেখ্য চলতি মাসে মালদহে যেই দুজন তৃণমূল নেতা ও কর্মী খুন হয়েছে দুটো ঘটনাতেই নাম জড়িয়েছে শাসক দলের অপর গোষ্ঠীর নেতা কর্মীর। অভিষেকের কথায় এলাকা দখল করে কোন মৌরুশি পাট্টা চালানো যাবে না। দলের নিয়ম মেনে চলতে হবে সবাইকে। এদিন অভিষেক যাকে পাশে নিয়ে এই সব কথা বলছিলেন ফলতার সেই তৃণমূল নেতা জাহাঙ্গির শেখের বিরুদ্ধেই রয়েছে একাধিক অভিযোগ। এলাকা দখল থেকে বিরোধীদের ওপর আক্রমণ, সব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পঞ্চায়েত পৌরসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় বিরোধীদের কার্যত মনোনয়ন দিতে দেওয়া হয়নি। বিরোধী শূন্য করে পঞ্চায়েত পৌরসভা দখল করে তৃণমূল।

তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলেছে তদন্ত তদন্তের মতো চলবে। যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর কোন রঙ হয় না।’’

তৃণমূল সাংসদ দাবি করেছেন রাজ্যে কোন ঘটনা ঘটলে বিরোধীদের ফাঁসানো হয় না। সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হয়। অভিষেক ব্যানার্জি যেই এলাকার সাংসদ সেই ডায়মন্ড হারবারের বিস্তির্ন এলাকা জুড়ে একের পর এক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সিপিআই(এম) নেতা কর্মীদের। ভোটের সময় প্রকাশ্যে কর্মসূচিতে যোগদান করলে পরের দিন থানায় ডেকে পাঠানো হয়েছে। বিষ্ণুপুরে খুন হয়েছিলেন ডিওয়াইএফআই নেতা বিদ্যুৎ মণ্ডল। তার খুনের ঘটনায় নাম জড়িয়ে ছিল তৃণমূলের নেতা কর্মীদের একজনেও এখনও পুলিশ গ্রেপ্তার করেনি।  

Comments :0

Login to leave a comment