SSC Supreme Court

এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট: বেনিয়মে শাস্তি-সুরক্ষা যোগ্যদের, ২৭ জানুয়ারি শুনানি

জাতীয় রাজ্য

অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে দরকার যোগ্যতা প্রমাণ করে স্কুলশিক্ষায় কর্মরতদের সুরক্ষাও। বুধবার রাজ্যের এসএসসি মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
২০১৬’র স্কুল সার্ভিস কমিশন মামলায় হাইকোর্টের রায়ের বিরোধিতা করে দায়ের আবেদনের শুনানি এদিনও হয়েছে শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে চলছে এই মামলা। 
বেঞ্চ এদিন জানিয়েছে মামলার পরবর্তী শুনানি হবে ২৭ জানুয়ারি। এর আগে ৭ মে কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত মামলার আগের শুনানিতে পরিষ্কার বলেছিল যে স্কুলে চাকরির এই পরীক্ষার নিয়োগ ‘ধারাবাহিক দুর্নীতি হয়েছে প্রতিটি স্তরে’। উল্লেখ্য, কেন্দ্রীয় সংস্থা ইডি এসএসসি দুর্নীতিতে মোট ২৩৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার তথ্য দিয়েছে। 
কলকাতা হাইকোর্টে যোগ্য এবং অযোগ্যের তালিকা আলাদা করে দেয়নি বোর্ড। রাজ্যের তৃণমূল সরকারের শীর্ষস্তর থেকে দুর্নীতিকে আড়াল করার প্রয়াস দেখা গিয়েছে বারবার। হাইকোর্টে মামলায় দেখা গিয়েছে ওএমআর শিটে বেনজির কারচুপি। নম্বর বাড়িয়ে চাকরিপ্রার্থীদের যোগ্যতা তালিকার স্থান বদল দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে চাকরি কেলেঙ্কারি বেআব্রু হয়ে পড়ে আদালতেই। হাইকোর্ট ২৫ হাজার ৭৫৩ পদে নিয়োগ বাতিল করে। 
এই রায়ের বিরুদ্ধে ১২৪টি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। শিক্ষক সংগঠন এবিটিএ’র তরফ থেকেও তিনটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে। বিশিষ্ট আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়ালে বলেছেন যে যোগ্যতা সত্ত্বেও চাকরি বাতিল হবে কেন। অযোগ্যদের চিহ্নিত করে হাইকোর্টে সিবিআই রিপোর্ট দিয়েছে। তা’হলে যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব। 
বুধবার শুনানির সময় আবেদনে জানানো হয় যে অনেকের সরকারি পরীক্ষায় ফের বসার সুযোগ নেই বয়সসীমা পার হয়ে যাওয়ার কারণেও। 
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন যে বেআইনি কার্যকলাপ রোধ এবং যোগ্যদের সুরক্ষার মধ্যে ভারসাম্য তৈরি করা দরকার। যতদূর সম্ভব বেছে দেখতে হবে কাদের কাদের চাকরি যোগ্যতা অনুযায়ী হয়েছে। যোগ্যদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। 
রাজ্যের শিক্ষক সংগঠন এবিটিএ’র দাবি, যোগ্যদের চাকরির সুরক্ষা দিতে হবে। প্রকাশ করতে হবে যোগ্য এবং অযোগ্যের তালিকা। স্কুলক্ষেত্রে একের পর এক পরীক্ষায় চরম দুর্নীতি বারবার সামনে এসেছে। এই দুর্নীতিতে জড়িতদের শাস্তি দিতে হবে।    

Comments :0

Login to leave a comment