২০২৪ সালের নির্বাচনে ভারতের বর্তমান সরকার ক্ষমতা হারিয়েছে বলে মার্ক জুকারবার্গের মন্তব্যের জন্য বুধবার ক্ষমা চেয়েছে মেটা ইন্ডিয়া। তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় প্যানেলের প্রধান তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই মন্তব্যের জন্য সংস্থার আধিকারিকদের তলব করার একদিন পরেই মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ক্ষমা চান।
‘‘মার্ক জুকারবার্গের পর্যবেক্ষণ যে, অনেক ক্ষমতাসীন দল ২০২৪ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়নি তা বেশ কয়েকটি দেশের জন্য সত্য, তবে ভারতের জন্য নয়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ভারত এখনও একটি অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ দেশ’’।
মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পোস্টের জবাব দেওয়ার সময় টুইট করেছেন। ঠুকরালের পোস্টটি রি-টুইট করে নিশিকান্ত দুবে বলেন, এই ক্ষমা প্রার্থনা ভারতের ‘সাধারণ নাগরিকদের জয়’।
তবে ভবিষ্যতে অন্যান্য বিষয়ে মেটা ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তলব করা হবে বলেও জানান তিনি।
META
জুকারবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা
×
Comments :0