একাধিকবার কুমন্তব্য করার জন্য তার নাম বিভিন্ন সময় সামনে এসেছেন। সাংসদ থাকাকালিন লোকসভার অধিবেশন চলাকালিন এসপি সাংসদ দানিশ আলিকে সাম্প্রদায়িক আক্রমণ করেছিলেন তিনি। এবার বিধানসভা নির্বাচনের প্রচারে কখনও প্রিয়াঙ্কা গান্ধী বা কখনও অতিশীকে অশ্লিল ভাষায় কটাক্ষ করেছেন। তবে রমেশ বিদুরি একাধিক বার কুমন্তব্য করলেও বিজেপির পক্ষ থেকে তার কোন সমালোচনা করা হয়নি।
Delhi Assembly Election
ফের অতিশীকে কটাক্ষ বিদুরির
×
Comments :0