Delhi Assembly Election

ফের অতিশীকে কটাক্ষ বিদুরির

জাতীয়

ফের দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে বেলাগাম আক্রমণ করলেন বিজেপি প্রার্থী রমেশ বিদুরি। তিনি বুধবার হরিণের সাথে দিল্লির মুখ্যমন্ত্রীর তুলনা করেছেন। বিদুরি বলেন, ‘‘গোটা দিল্লিকে নরক বানিয়ে রেখেছে। রাস্তার অবস্থা বেহাল। গলি গুলোর অবস্থা খারাপ। এই রাস্তায় একবারও অতিশীকে দেখা যায়নি। কিন্তু এখন যেই নির্বাচন এসেছে ওমনি জঙ্গলে যে ভাবে হরিণ ছুটে বেরায় তেমন ভাবে সব রাস্তায় ছুটছেন তিনি।’’ বিজেপি প্রার্থীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি আপের। কালকাঝি কেন্দ্র থেকে অতিশীর বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করছে রমেশ বিদুরি।

একাধিকবার কুমন্তব্য করার জন্য তার নাম বিভিন্ন সময় সামনে এসেছেন। সাংসদ থাকাকালিন লোকসভার অধিবেশন চলাকালিন এসপি সাংসদ দানিশ আলিকে সাম্প্রদায়িক আক্রমণ করেছিলেন তিনি। এবার বিধানসভা নির্বাচনের প্রচারে কখনও প্রিয়াঙ্কা গান্ধী বা কখনও অতিশীকে অশ্লিল ভাষায় কটাক্ষ করেছেন। তবে রমেশ বিদুরি একাধিক বার কুমন্তব্য করলেও বিজেপির পক্ষ থেকে তার কোন সমালোচনা করা হয়নি। 

Comments :0

Login to leave a comment