কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করল লোকায়ুক্ত আদালত। জমি বন্টন সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তাঁর স্ত্রীয়ের নামও রয়েছে এফআইআর-এ।
মাইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি বা ‘মুডা’-র জমি বন্টনে অনিয়মের অভিযোগে লোকায়ুক্ত মামলা করেছিল। বেঙ্গালুরুর বিশেষ আদালত সম্প্রতি বিশদে তদন্তের নির্দেশ দেয়। অভিযোগ, ‘মুডা’-র ১৪টি জমি বন্টন ঘিরে। যার বাজার দাম প্রায় ৫৬ কোটি টাকা। লোকায়ুক্ত আদালতে জানায় মুখ্যমন্ত্রী স্ত্রীকে জমি পাইয়ে দেওয়া হয়েছে।
তথ্যের অধিকার আন্দোলনের এক কর্মীর অভিযোগে শুরু হয় মামলা। মাইসুরুর এই জমি বন্টন ঘিরে বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত সংক্রান্ত বিশেষ আদালতে দায়ের হয় মামলা।
তবে শুক্রবারও কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন যে মুখ্যমন্ত্রীর পদ তিনি ছাড়ছেন না। তিনি বলেছেন, ‘‘আমি কোনও অন্যায় করিনি। ফলে আমার পদত্যাগের প্রশ্নও ওঠে না।
বৃহস্পতিবার রাজ্যের কংগ্রেস সরকার সিবিআই তদন্তে ‘সাধারণ অনুমতি’ বাতিল করেছে। কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এই অনুমতি বাতিল করা হয়েছে।
sIDDARAMAIYAH FIR
কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর লোকায়ুক্তের
×
Comments :0