GANASHAKTI FAKE POST

‘গণশক্তি’-র শিরোনাম বিকৃতি করে পোস্ট, ছড়ালো ধিক্কার

রাজ্য

আসল আর নকল শিরোনাম পাশাপাশি।

‘তৃণমূলের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে তীব্র লড়াই চলছেদ্বিধাহীন জানালেন ইয়েচুরি।’

মঙ্গলবার, ২৭ জুন ২০২৩’র ‘গণশক্তি’ পত্রিকার মুদ্রণ সংস্করণে প্রথম পাতার শীর্ষ সংবাদের শিরোনাম এমনই। 

দিনের দিন শিরোনাম বদলে, বিকৃত করে মিথ্যা প্রচার শুরু হলো। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই জাল শিরোনাম ঘুরছে (ছবি দেখুন)। বিকৃতির কড়া প্রতিবাদ করেছে সিপিআই(এম)। 

বিকৃত করা পোস্টে গণশক্তির প্রথম পাতার ছবি দেওয়া হয়েছে। সেটিতে শিরোনামে লেখা হয়েছে, ‘তৃণমূলকে সাথে নিয়েই চলবে তৃণমূলের গণতন্ত্র হত্যার বিরুদ্ধে লড়াই, দ্বিধাহীন জানালেন ইয়েচুরি’। 

সিপিআই(এম) এবং বামপন্থীদের নিয়ে উদ্বেগে রয়েছে তৃণমূল এবং বিজেপি দু’দলই। রাজ্যে দু’দলের ‘সেটিং’ নিয়ে বারবার বহু ঘটনা সামনে এসেছে। 

২৪ ও ২৫ জুন সিপিআই(এম) পলিট ব্যুরো বৈঠক হয় দিল্লিতে। রবিবার, ২৬ জুন বিবৃতি প্রকাশ করে পলিট ব্যুরো। সাংবাদিক সম্মেলন করেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা করছে তৃণমূল কংগ্রেস। কিছুতেই তা মেনে নেওয়া হবে না। 

পলিট ব্যুরোর বিবৃতিতে রাজ্যের পঞ্চায়েত ভোট প্রসঙ্গেও অবস্থান স্পষ্ট করেই জানিয়েছে সিপিআই(এম)। সাহসের সঙ্গে মানুষের প্রতিরোধের উল্লেখ করেছে পলিট ব্যুরো। সিপিআই(এম)’র অবস্থান নিয়ে বিভ্রান্ত করতে যে এমন পোস্ট, তা বোঝাও যাচ্ছে।

বিভিন্ন স্তরেই নকল পোস্টের প্রতিবাদ রয়েছে। 

Comments :0

Login to leave a comment